নিষিদ্ধ মাদুরোকে আতিথেয়তা দিলেন ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর ২০১৯ সালে ‘ব্রাজিলে প্রবেশে’ নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন উগ্রডানপন্থি সাবেক প্রেসিডেন্ট জেয়ার বোলসোনো। আর সেই নিষিদ্ধ মাদুরোকে আতিথেয়তা দিয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট লুলা দা সিলভা।
ব্রাজিলের রাজধানী ব্রাজিলিয়ায় লাতিন আমেরিকার দেশগুলোর নেতাদের সম্মেলনের আগে সোমবার (২৯ মে) মাদুরোকে বরণ করে নেন লুলা।
প্রেসিডেন্ট লুলা বলেছেন, ‘মাদুরোর ফিরে আসার গুরুত্বপূর্ণ বিষয়টি হলো মাদুরোর ফিরে আসার বিষয়টি শুরু হওয়া।’
অপরদিকে মাদুরো দ্বিপাক্ষিক সম্পর্কে ‘নতুন যুগ’ শুরুর কথা বলেছেন। এছাড়া তিনি বলেছেন, ‘দুই দেশকে এখন থেকে অবশ্যই সব সময় এক থাকতে হবে।’
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে ‘স্বৈরশাসক’ হিসেবে অভিহিত করে থাকে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশগুলো। স্বৈরশাসন, নির্বাচনে কারচুপি ও বিরোধী দলীয় নেতাদের দমন-নিপীড়নের অভিযোগে দেশটির ওপর নিষেধাজ্ঞাও আরোপ করে রেখেছে যুক্তরাষ্ট্র।
আর ভেনেজুয়েলার ওপর এ নিষেধাজ্ঞার তীব্র সমালোচনা করেছেন লুলা। তিনি বলেছেন, ভেনেজুয়েলাকে নিয়ে কর্তৃত্ববাদের নিজস্ব ব্যাখ্যা দেওয়া হচ্ছে। এছাড়া আরোপিত নিষেধাজ্ঞাগুলোকে অবিচার হিসেবেও অভিহিত করেছেন তিনি।
২০১৯ সালে ভেনেজুয়েলায় সাধারণ নির্বাচন হয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ওই নির্বাচন শেষে বিরোধীদলীয় নেতা জুয়ান গুইদাদোকে অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্রসহ ৬০টি দেশ।
কিন্তু গত বছরের ডিসেম্বরে জাতীয় সংসদ গুইদোদোর প্যারালাল সরকার ভেঙে দেওয়ার পক্ষে ভোট দেয়।
সূত্র: বিবিসি
এমটিআই