বাখমুত থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা রুশ ভাড়াটে সেনাপ্রধানের
রাশিয়ার ভাড়াটে সেনা ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগিনি প্রিগোজিন ইউক্রেনের বাখমুত থেকে নিজ সেনাদের প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। তিনি হুমকি দিয়েছেন, আগামী ১০ মে সব সেনাকে যুদ্ধবিধ্বস্ত বাখমুত থেকে সরিয়ে নেবেন।
মূলত অস্ত্র সরবরাহ নিয়ে রাশিয়ার সামরিক কর্মকর্তা ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে এমন ‘অপ্রত্যাশিত’ ঘোষণা দিয়েছেন তিনি।
শুক্রবার (৫ মে) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন প্রিগোজিন। ভিডিওতে দেখা যায় মৃত ওয়াগনার সেনাদের মধ্যে হাঁটছেন তিনি। এ সময় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে আরও অস্ত্র দাবি করেন তিনি।
১০ মে সেনা প্রত্যাহারের হুমকি দিয়ে প্রিগোজিন বলেছেন, ‘তারা মারা যাচ্ছে যেন আপনার লালকাঠের কেবিনে আনন্দ করতে পারেন।’
তিনি আরও বলেছেন, ‘শোইগু! গেরাসিমোভ! অস্ত্র কোথায়? তারা স্বেচ্ছায় এখানে এসেছে এবং মরছে যেন আপনারা মেহগনি কাঠের অফিসে নিজেদের মোটাসোটা করতে পারেন।’
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু এবং চিফ অব জেনারেল স্টাফ ভেলারি গেরাসিমোভের ওপর এর আগেও নিজের ক্ষোভ ঝেড়েছিলেন ওয়াগনার প্রধান।
গত সপ্তাহে এক সামরিক ব্লগারকে দেওয়া সাক্ষাৎকারে প্রিগোজিন জানান, বাখমুতে লড়াইরত তার সেনারা অস্ত্র ও গোলাবারুদের সংকটে পড়তে যাচ্ছে। ওই সময়ও নিজ সেনাদের প্রত্যাহারের হুমকি দিয়েছিলেন তিনি।
শুক্রবার আবারও সেনা প্রত্যাহারের যে হুমকি প্রিগোজিন দিয়েছেন এটি যদি সত্যি হয়, তাহলে গত সপ্তাহে তিনি যে হুমকি দিয়েছিলেন সেটি সত্যি হতে যাচ্ছে।
প্রিগোজিন জানিয়েছেন, তার সেনারা ১০ মে পর্যন্ত বাখমুতে থাকবে যেন ৯ মে রাশিয়া বিজয় দিবস উদযাপন করতে পারে।
এরআগে গত ফেব্রুয়ারিতেও ওয়াগনার সেনাদের মৃতদেহের ভিডিও প্রকাশ করেছিলেন প্রিগোজিন। ওই সময়ও অস্ত্র চেয়েছিলেন তিনি।
সূত্র: বিবিসি
এমটিআই