করোনা: বিশ্বজুড়ে আরও কমেছে সংক্রমণ
বিশ্বজুড়ে আরও কমেছে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন মাত্র ৫২ হাজার ২৮৬ জন। তবে একদিনের ব্যবধানে সামান্য বেড়েছে মৃত্যুর সংখ্যা। পুরো বিশ্বে করোনায় সংক্রমিত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৩০ জন।
শুক্রবার (৫ মে) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।
এর আগের ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছিলেন ৬৭ হাজার ৮৯০ জন। আর মৃত্যু হয়েছিল ২২৩ জনের।
শ্বাসতন্ত্রের এ সংক্রামক ভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি ২০ হাজার ১৪৬ জন আক্রান্ত হয়েছেন এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৭ হাজার ৩৪৩ জন সংক্রমিত হয়েছেন এশিয়ার আরেক দেশ জাপানে। আর তৃতীয় সর্বোচ্চ ৬ হাজার ১৬১ জন আক্রান্ত হয়েছেন ইউরোপের দেশ ফ্রান্সে।
এর আগের ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছিলেন দক্ষিণ কোরিয়ার মানুষই। এদিন আক্রান্তের সংখ্যা ছিল ২০ হাজার ১৯৭ জন।
অপরদিকে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে জার্মানিতে। এ সময়ের মধ্যে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৯ জন। মৃত্যুর দিকে দিয়ে দ্বিতীয়স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৩ জন। আর যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ ৩২ জনের মৃত্যু হয়েছে রাশিয়া ও ইন্দোনেশিয়ায়।
এদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ৭৫ লাখ ৫৮ হাজার ১৯১ জনে। অপরদিকে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৮ লাখ ৬৯ হাজার ৬৮৬ জনে।
সূত্র: ওয়ার্ল্ডোমিটার
এমটিআই