পাকিস্তানে কাউন্টার টেররিজম অফিসে বিস্ফোরণ, নিহত অন্তত ১২
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পুলিশের বিশেষ শাখা কাউন্টার টেররিজমের অফিসে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন নিহত ও ৫০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২৪ এপ্রিল) রাতে দুটি শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠে ওই অফিসটি।
শরিফুল্লাহ খান নামের এক পুলিশ কর্মকর্তা সংবাদমাধ্যম আলজাজিরাকে জানিয়েছেন, তারা মনে করছেন এটি কোনো সন্ত্রাসী হামলা নয়। অফিসে বিস্ফোরণ ঘটেছে মজুদকৃত বিস্ফোরক থেকে। অফিসটিতে কিছু বিস্ফোরক রাখা ছিল— যেগুলোতে আগুন ধরে যায়। এরপরই এমন ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে।
যে ভবনে বিস্ফোরণ হয়েছে সেখানে কাবাল বিভাগ পুলিশ স্টেশন এবং রিজার্ভ পুলিশ বাহিনীর সদর দপ্তর ছিল। তবে মূল ক্ষতিটা হয়েছে কাউন্টার টেররিজমের অফিসে।
আঞ্চলিক পুলিশ প্রধান আখতার হায়াত জানিয়েছেন, ওই ভবনে পুরোনো অস্ত্রের গুদাম ছিল। এখন পুলিশ খুঁজে বের করার চেষ্টা করছে— সোমবারের বিস্ফোরণটি কোনো হামলা নাকি দুর্ঘটনা ছিল।
পুলিশ কর্মকর্তা আখতার হায়াত আরও জানিয়েছেন, যারা নিহত হয়েছেন তাদের বেশিরভাগই কাউন্টার টেররিজম ইউনিটের সদস্য। তবে নিহতদের মধ্যে একজন নারী ও শিশু রয়েছে। বিস্ফোরণের সময় ওই অফিসের পাশ দিয়ে যাচ্ছিলেন তারা।
আঞ্চলিক হাসপাতাল প্রশাসন জানিয়েছে, বিস্ফোরণের পরপরই তাদের কাছে অনেককে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। এরমধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে এ বছরের জানুয়ারিতে পেশোয়ারে এবং ফেব্রুয়ারিতে করাচিতে পুলিশকে লক্ষ্য করে বড় হামলা চালায় সশস্ত্র জঙ্গী সংগঠন পাকিস্তান তেহরিক-ই-তালেবান (টিটিপি)। সোমবারের বিস্ফোরণের সঙ্গে এই গোষ্ঠীর কোনো সংশ্লিষ্টতা আছে কিনা সেটি এখন তদন্ত করা হচ্ছে।
সূত্র: আল জাজিরা
এমটিআই