নিজস্ব প্লাটফর্ম দিয়ে শিগগিরই সোশ্যাল মিডিয়ায় ফিরছেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুব শিগগিরই ‘নিজস্ব প্লাটফর্মের’ মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিরে আসবেন। রোববার (২১ মার্চ) তার উপদেষ্টা জেসন মিলার ফক্স নিউজকে একথা জানান।
জেসন মিলার জানান, ‘আমি মনে করি- সম্ভবত দুই বা তিন মাসের মধ্যে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে সামাজিক যোগাযোগের মাধ্যমে ফিরে আসতে দেখবো।’
তার দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যমের জগতে ট্রাম্পের প্লাটফর্মটি হবে ‘হটেস্ট টিকেট’ এবং এটা সম্পূর্ণ খেলাটাই পরিবর্তন করে দেবে।’
যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের প্রতীক ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে হামলা ও সহিংসতা চালাতে সমর্থকদের উস্কানি দেওয়ার অভিযোগে গত জানুয়ারিতে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টুইটারে নিষিদ্ধ হন ট্রাম্প। ট্রাম্প সমর্থকদের সেদিনের সেই ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত হয়েছিলেন। এই হামলার ফলে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ভিত কেঁপে উঠেছিল।
এই ঘটনার পর ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়। ১০ বছরেরও বেশি সময় ধরে ব্যবহার হওয়া ওই অ্যাকাউন্টটিতে ট্রাম্পের প্রায় নয় কোটি অনুসরণকারী ছিলেন।
এদিকে কোন প্লাটফর্মের মাধ্যমে ট্রাম্প আবারও সামাজিক মাধ্যমে ফিরে আসবেন তা এখনও জানা যায়নি। ট্রাম্পের উপদেষ্টা জেসন মিলারও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। তিনি কেবল এটাই বলেছেন যে, ‘ডোনাল্ড ট্রাম্প ঠিক কী করেন, এটা দেখতে সবাই অপেক্ষা করছে।’
তিনি আরও বলেছেন, (নতুন সোশ্যাল মিডিয়া চালুর) বিষয়ে ট্রাম্প ইতোমধ্যেই ফ্লোরিডাতে তার মার-এ-লাগো রিসোর্টে ‘উচ্চ পর্যায়ের বৈঠক’ করেছেন। তার দাবি, ‘বেশ কয়েকটি কোম্পানি’ এ বিষয়ে ট্রাম্পের কাছে আগ্রহও প্রকাশ করেছে।
মিলার বলেন, ‘ট্রাম্পের নতুন এই সোশ্যাল মিডিয়া প্লাটফর্মটি হবে অনেক বড়। কোটি কোটি মানুষকে ট্রাম্প সেই প্লাটফর্মে আনতে পারবেন বলে আশা করা হচ্ছে।’
সূত্র: বিবিসি
টিএম