ভারতে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ করোনা আক্রান্ত
ভারতে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৪৩৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে, যা গত ছয় মাসে আক্রান্তের দিক দিয়ে একদিনে সবচেয়ে বেশি।
ভারতে করোনা সংক্রমণ গত কয়েকদিনে বৃদ্ধি পেয়েছে। গত ১ এপ্রিল ২ হাজার ৯৯৪ জন, ২ এপ্রিল ৩ হাজার ৮২৪ জন, ৩ এপ্রিল ৩ হাজার ৬৪১ জন এবং ৪ এপ্রিল ৩ হাজার ৩৮ জনের দেহে সংক্রমণ সনাক্ত হয়েছে।
বুধবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৭ লাখ ৩৩ হাজার ৭১৯ জনে পৌঁছেছে এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৩০ হাজার ৯১৬ জনে।
ভারতের হিমাচল প্রদেশ ও হরিয়ানায় করোনা আক্রান্তের সংখ্যা এবং পাঞ্জাবে মাত্র তিন সপ্তাহের মধ্যে দৈনিক করোনা পজেটিভ শনাক্তের হার ১৩ গুণ বৃদ্ধি পেয়েছে।
তথ্য অনুসারে, দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা মঙ্গলবার ৫২১ ছুঁয়েছে, যা সাত মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ। গত বছরের ২৭ আগস্ট শেষ বারের মতো বেশি আক্রান্তের খবর পাওয়া গিয়েছিল।
ভারতে করোনভাইরাস সংক্রমন বৃদ্ধির মধ্যে, দিল্লির স্কুলগুলো শিক্ষার্থীদের স্কুল ক্যাম্পাসে ফেস মাস্ক ব্যবহার করে করোনা বিধি অনুসরণ করতে বলেছে।
ওএফ