চীনের সামরিক এলাকায় টেসলার গাড়ি নিষিদ্ধ
সামরিক এলাকা ও ভবনগুলোতে বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠান টেসলার গাড়ি প্রবেশ নিষিদ্ধ করেছে চীনের সামরিক বাহিনী। প্রতিষ্ঠানটির গাড়িতে যুক্ত থাকা ক্যামেরা ও সেন্সরের মাধ্যমে ‘নিরাপত্তা ঝুঁকি’ তৈরি হওয়ার আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, এ বিষয়ে চীনের সামরিক বাহিনী থেকে একটি আদেশও জারি করা হয়েছে। আদেশে দেশটির টেসলা গাড়ির মালিকদেরকে তাদের গাড়ি সামরিক এলাকার বাইরে পার্ক করতে বলা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই (টেসলা গাড়ির মালিক) এমন আদেশ পেয়েছেন বলে আলজাজিরাকে জানিয়েছেন। তবে আদেশটি গোপনীয় হওয়ায় তাদের কেউই পরিচয় প্রকাশ করে কথা বলতে রাজি হননি।
এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে এক ব্যক্তি আলজাজিরাকে জানিয়েছেন, চীনের সামরিক বাহিনীর এই আদেশের পর উদ্বেগ তৈরি হয়েছে। কারণ বিশ্বের সবচেয়ে বড় ইলেকট্রিক গাড়ি নির্মাতা এই প্রতিষ্ঠানটি তাদের গাড়ির ভেতরে থাকা ইন-বিল্ট ক্যামেরা দিয়ে এমন সব গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করছে যা চীনের সরকার দেখতে বা নিয়ন্ত্রণ করতে পারছে না।
এদিকে চীনের স্যোশাল মিডিয়ায় এ সংক্রান্ত একটি নোটিশ ছড়িয়ে পড়েছে। নোটিশে বলা হয়েছে, টেসলা গাড়িতে থাকা বহুমুখী ক্যামেরা এবং আল্ট্রাসনিক সেন্সরগুলো চলাচলকারী স্থানের ছবি ও তথ্য প্রকাশ করে দিতে পারে। তাই সামরিক গোপনীয়তা রক্ষার স্বার্থে সামরিক ভবনে প্রবেশ থেকে এসব গাড়িকে নিষিদ্ধ করা হচ্ছে।
অবশ্য চীনের সামরিক বাহিনীর এই সিদ্ধান্তের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি দেশটিতে থাকা টেসলার প্রতিনিধি। এছাড়া চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
উল্লেখ্য, পার্কিং ও অটো ড্রাইভিংয়ের সুবিধার্থে টেসলা কোম্পানির তৈরি গাড়িগুলোতে অনেকগুলো ছোট ছোট ক্যামেরা যুক্ত করা থাকে। এছাড়া চালকের নিরাপত্তার জন্যও ক্যামেরা যুক্ত করা থাকে।
সূত্র: আলজাজিরা
টিএম