আদানিকে নিয়ে করা রাহুলের ভিডিওর ভিউ কেন কম, জবাব চায় কংগ্রেস
আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানিকে নিয়ে রাহুল গান্ধীর বানানো ভিডিওতে দর্শক (ভিউ) কম হওয়ায় ইউটিউবের কাছে ব্যাখ্যা চেয়েছে কংগ্রেস। এ বিষয়ে দলটি ইউটিউবকে একটি চিঠিও দিয়েছে বলে জানা গেছে।
কংগ্রেসের পক্ষ থেকে এই নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে । ইউটিউবও এ বিষয়ে তদন্ত করছে বলে জানা গেছে।
বিষয়টি নিয়ে ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের প্রধান স্যাম পিত্রোদা ১১ মার্চ ইউটিউবের সিইও নীল মোহনকে একটি চিঠি লিখেছেন। তিনি তার চিঠিতে দাবি করেছেন, ‘রাহুল গান্ধী ভারতের সংসদে এবং বিশেষ করে তার ইউটিউব চ্যানেলের মাধ্যমে শাসক দলের সঙ্গে গৌতম আদানির বন্ধুত্বের বিষয়টি উত্থাপন করে একটি ভিডিও পোস্ট করেন। কিন্তু সেই ভিডিওটি অন্যান্য ভিডিওর তুলনায় অনেক কম ভিউ হয়েছে।’ একই সঙ্গে বিষয়টিতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন কংগ্রেস নেতৃত্ব।
তিনি আরো লিখেছেন, ‘তার দল দেখেছে যে এই ভিডিওগুলোর ভিউ সাধারণত অন্যান্য ভিডিওর তুলনায় কম।’
রাহুলের সোশ্যাল মিডিয়া টিম বিষয়টি বিশ্লেষণ করেছে। পিত্রোদা দলের ডেটা অ্যানালিটিক্স ডিপার্টমেন্টের তৈরি একটি প্রেজেন্টেশনও ইউটিউবের কাছে পাঠিয়েছেন বলে জানা গিয়েছে।
পিত্রোদা এবং কংগ্রেসের ডেটা অ্যানালিটিক্স বিভাগের প্রধান প্রবীণ চক্রবর্তী এই বিষয়ে ইউটিউবের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। দলের পক্ষ থেকে অ্যালগরিদম ফাংশন সংক্রান্ত ইস্যুকে সামনে আনা হয়েছে।
এমএ