ভিডিও : ভূমিকম্পে কাঁপছে পুরো ভবন, তবুও খবর পড়ে যাচ্ছেন উপস্থাপক
শক্তিশালী ভূমিকম্পে মঙ্গলবার (২১ মার্চ) রাতে কেঁপে ওঠে আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের বেশ কয়েকটি শহর। ভূমিকম্পের সময় তড়িঘড়ি করে সাধারণ মানুষ বের হয়ে যাচ্ছেন এমন অসংখ্য ভিডিও এখন ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে।
তবে অন্যরা যখন ভয়ে বের হয়ে যাওয়ার জন্য ছোটাছুটি করছিলেন, তখন শক্তিশালী কম্পনের মধ্যেও খবর পড়ে যাচ্ছিলেন পাকিস্তানের স্থানীয় টিভির এক সংবাদ উপস্থাপক। এ সংক্রান্ত ৩১ সেকেন্ডের একটি ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, পাকিস্তানের পেশোয়ারের একটি নিউজ স্টুডিও ভূমিকম্পের প্রভাবে প্রচন্ডভাবে হেলছে-দুলছে। কম্পনের মাত্রা এতই তীব্র ছিল যে মনে হচ্ছিল; খবর উপস্থাপকের পেছনের টিভিগুলো যেন এখনই ভেঙে পড়ে যাবে। ভূমিকম্প শুরু হওয়ার পর একজনকে দৌড়ে বের হয়ে যেতে দেখা যায়। তবে উপস্থাপকের পেছনে আরেকজন ওঠতে গিয়েও আবার ওঠেননি। কিন্তু তার মধ্যে প্রচন্ড ভীতি কাজ করছিল। কিন্তু ওই টিভি উপস্থাপক ভূমিকম্পের মধ্যেও সাবলিলভাবে তার কাজ করে যাচ্ছিলেন।
— Inam Azal Afridi (@Azalafridi10) March 21, 2023
ইনাম আজাল আফ্রিদী নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রকাশ করে লেখা হয়েছে, ‘ভূমিকম্পের সময় পাস্তো টিভি চ্যানেল মাশরিক টিভি। দুঃসাহসী, ভূমিকম্পের মধ্যেও উপস্থাপক তার লাইভ অনুষ্ঠান চালিয়ে গেছেন।’
এদিকে মঙ্গলবার রাতে সংঘটিত হওয়া ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তান-পাকিস্তান সীমান্তের পার্বত্য অঞ্চল হিন্দুকুশে। শক্তিশালী এ ভূমিকম্পের প্রভাবে পাকিস্তানে এখন পর্যন্ত ৯ জন নিহত হয়েছেন। এছাড়া আফগানিস্তানে প্রাণ হারিয়েছেন ২ জন।
সূত্র: এনডিটিভি
এমটিআই