রাশিয়ার সঙ্গে সংলাপ চেয়ে সময় নষ্ট করছেন ম্যাক্রোঁ: জেলেনস্কি
টানা প্রায় এক বছর ধরে ইউক্রেনে সামরিক আগ্রাসন চালাচ্ছে রাশিয়া। রুশ এই আগ্রাসন মোকাবিলায় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোসহ পশ্চিমা মিত্রদের সহায়তা পেয়ে আসছে ইউক্রেন। তবে কিয়েভকে সামরিক সহায়তা দিলেও সংকট সমাধনে রাশিয়ার সঙ্গে সংলাপে আগ্রহী ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
আর এতেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, রাশিয়ার সঙ্গে সংলাপ করতে চেয়ে সময় নষ্ট করছেন ম্যাক্রোঁ। সোমবার (২০ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার আগ্রাসনের বছরপূর্তির আগে রোববার প্রেসিডেন্ট জেলেনস্কির একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়। সেখানে তিনি বলেন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ রাশিয়ার সাথে যেকোনও ধরনের সংলাপের কথা বিবেচনা করে তার সময় নষ্ট করছেন।
এর আগে ম্যাক্রোঁ বলেছিলেন, রাশিয়াকে ‘পরাজিত করা উচিত কিন্তু চূর্ণ বা ভেঙে ফেলা উচিত নয়’ এবং ইউক্রেনের সংঘাত আলোচনার মাধ্যমেই নিষ্পত্তি করতে হবে। মূলত ম্যাক্রোঁর ওই বক্তব্যের জবাবেই ইতালীয় দৈনিক কোরিয়ারে ডেলা সেরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন জেলেনস্কি।
এর আগে রোববার ফ্রান্স ও ইউক্রেনের এই দুই প্রেসিডেন্ট টেলিফোনে কথা বলেন।
ইতালীয় দৈনিককে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘এটি (রাশিয়ার সঙ্গে যেকোনও আলোচনা) একটি অকেজো সংলাপ হবে। আসলে ম্যাক্রোঁ তার সময় নষ্ট করছেন। আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, আমরা রাশিয়ার মনোভাব পরিবর্তন করতে পারব না।’
তিনি আরও বলেন, ‘যদি তারা (রাশিয়া) পুরোনো সোভিয়েত সাম্রাজ্যের পুনর্গঠনের স্বপ্নে নিজেদের বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নিয়ে থাকে তবে আমরা সে সম্পর্কে কিছুই করতে পারি না। পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে অন্য দেশ, জাতি বা সম্প্রদায়কে সহযোগিতা করা বা না করা তাদের ওপর নির্ভর করে।’
ইউক্রেন আক্রমণের জেরে পশ্চিমা আরোপিত নিষেধাজ্ঞা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিচ্ছিন্ন করে ফেলেছে এমন কোনো দাবিকে জেলেনস্কি প্রত্যাখ্যান করেন।
এর আগে গত শুক্রবার ইউক্রেনের জন্য সামরিক সহায়তা বাড়াতে মিত্রদের প্রতি আহ্বান জানান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
জার্নাল ডু দিমঞ্চকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, তিনি শাসন পরিবর্তনে বিশ্বাস করেন না। কারণ রাশিয়ান নাগরিক সমাজের মধ্য থেকে যেকোনও গণতান্ত্রিক সমাধানের সম্ভাবনা খুব কম এবং এই কারণে পুতিনকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনার বিকল্প নেই।
প্রেসিডেন্ট ম্যাক্রোঁর এই মন্তব্যের পর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ১৯ শতকে রাশিয়ায় নেপোলিয়ন বোনাপার্টের পরাজয়ের কথা ফ্রান্সের মনে রাখা উচিত।
এছাড়া ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধের বিষয়ে তার নীতির বিষয়ে মিশ্র বার্তা দেওয়ার জন্য ম্যাক্রোঁ কিছু ন্যাটো মিত্রকে সমালোচনাও করেন।
টিএম