পাকিস্তানের ভিসা পেয়েছেন, হেঁটে হজে যাচ্ছেন ভারতের যুবক শিহাব
প্রায় চার মাস আগে বাড়ি থেকে বের হয়েছেন ভারতের কেরালার যুবক শিহাব। উদ্দেশ্য তার পাকিস্তান পেরিয়ে, ইরান হয়ে হজ করতে সৌদি আরব যাবেন পায়ে হেঁটে।
এরমধ্যে পাকিস্তানের ভিসা পেতে কিছুটা জটিলতা হয়েছিল। তবে শেষ পর্যন্ত ভিসা পেয়েছেন তিনি।
তবে এই ভিসা পেতে আদালত পর্যন্ত যেতে হয়েছে। তাজ নামে একজন পাকিস্তানের সুপ্রিম কোর্টে শিহাবের ভিসার জন্য আবেদন করেছিলেন।
গত অক্টোবরে শিহাব ভারতের কেরালায় বাড়ি থেকে বের হন। তার কাছে পাকিস্তানে প্রবেশের ভিসা ছিল না। সে কারণেই পাক অভিবাসন দপ্তর তাকে সীমান্তে আটকে দেয়।
ফেডেরাল ইমিগ্রেশন এজেন্সির এক কর্মকর্তা বলেন, অভিবাসন দপ্তরের কাছে শিহাব জানান, তিনি ৩ হাজার কিলোমিটার হেঁটে হজ করতে যাচ্ছেন। তাকে মানবিকতার কারণে ভিসা দেওয়ার অনুরোধ জানান তিনি। তিনি পাক সরকারের কাছে ট্রানজিট ভিসা চেয়েছিলেন, যাতে তিনি ইরান হয়ে সৌদি আরব যেতে পারেন।
বিষয়টি জানতে পেরে লাহোরের বাসিন্দা তাজ হাই কোর্টে একটি আবেদন করেন। সেখানে তিনি সরকারের কাছে শিহাবকে ট্রানজিট ভিসা দেওয়ার আবেদন জানান, যাতে শিহাব ইরান হয়ে সৌদি আরব যেতে পারেন। কিন্তু লাহোর হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দেয়। কারণ হিসাবে জানানো হয়, আবেদনকারীর সঙ্গে ভারতীয় ওই ব্যক্তির কোনো সম্পর্ক নেই। এমনকি, আদালতে আসার জন্য তিনি কোনো আইনি স্বীকৃতিও দেননি তাজকে। তাজ এরপর হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে পাক সুপ্রিম কোর্টে যান। সেখানে ট্রানজিট ভিসা মেলে।
এনএফ