কিয়েভে নতুন করে হামলা চালিয়েছে রাশিয়া
ইউক্রেনের রাজধানী কিয়েভের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে রুশ সেনারা। গত কয়েকদিন হামলা বন্ধ রাখার পর আবারও শনিবার রাজধানী লক্ষ্য করে রকেট ছুড়েছে তারা।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান শনিবার (১৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গার্ডিয়ানের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার সকালে কিয়েভে চারটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।
কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো নতুন হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। টেলিগ্রামে তিনি জানিয়েছেন, কিয়েভের দিনিপ্রোভস্কি বিভাগের পশ্চিম তীরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হামলাস্থলে এখন জরুরি পরিষেবার কর্মীরা যাচ্ছেন।
বিস্ফোরণের শব্দ শোনার কয়েক মিনিট পর ইউক্রেনের প্রেসিডেন্ট দপ্তরের প্রধান প্রশাসনিক কর্মকর্তা কাইরাইলো তায়মোশেঙ্কো টেলিগ্রামে জানান, রাজধানী কিয়েভের গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর হামলা হয়েছে। তিনি সাধারণ মানুষকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার অনুরোধ জানান।
কিয়েভ অঞ্চলের গভর্নর ওলেক্সি কুলেবা জানিয়েছেন, হামলায় ১৮টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তিনি আরও জানিয়েছেন, ‘গুরুত্বপূর্ণ অবকাঠামোয়’ লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, শনিবার কিয়েভ ছাড়াও ইউক্রেনের দ্বিতীয় বৃহৎ শহর খারকিভে ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। খারকিভের গভর্নর ওলেহ সাইনিহুভোভ বলেছেন, রুশ সেনারা বাণিজ্যিক অঞ্চল লক্ষ্য করে দু’টি এস-৩০০ ক্ষেপণাস্ত্র ছুড়েছে।
অপরদিকে দক্ষিণ দিকের অঞ্চল মাইকোলাইভের গভর্নর ভিতালি কিম জানিয়েছেন, শনিবার রাশিয়ার ১৭টি তুপোলেভ বোম্বার বিমান আকাশে উড়েছে। যেগুলো ইউক্রেনজুড়ে আরও বড় হামলা চালাতে পারে।
সূত্র: দ্য গার্ডিয়ান, আল জাজিরা
এমটিআই