৯ দিন আটকে থাকার পর খনি থেকে জীবিত উদ্ধার ২ শ্রমিক

দক্ষিণ কোরিয়ার একটি দস্তার খনিতে টানা নয় দিন আটকে থাকার পর জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে দুই শ্রমিককে। দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় শহর বংওয়াতে ঘটেছে এই ঘটনা।
দুই শ্রমিকের বয়স যথাক্রমে ৬২ এবং ৫৬ বছর। তাদের নাম সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়নি। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল তাদের জীবিত অবস্থায় উদ্ধারের ঘটনাকে ‘অলৌকিক’ বলে উল্লেখ করেছেন।
খনিতে ধসের কারণে আটকা পড়েছিলেন এই দু’জন। তাদের কাছে ইন্সট্যান্ট কফি পাউডারের ৩০টি ছোট প্যাকেট ছিল; সেই পাউডার আর খনির একটি শ্যাফট থেকে গড়িয়ে পড়া ফোঁটা ফোঁটা পানি খেয়েই এই নয় দিন টিকে ছিলেন তারা।
দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, খনির মতো কোনো অন্ধকার স্থানে টানা নয় দিন অনাহারে থাকলে যতখানি খারাপ অবস্থা হওয়ার কথা একজন মানুষের, উদ্ধার দুই শ্রমিকের শারীরিক পরিস্থিতি ততটা গুরুতর নয়। শারীরিক দুর্বলতা, গায়ের তাপমাত্রা কমে যাওয়া ও মাংসপেশিতে ব্যথা ব্যতীত আর কোনো শারীরিক অসুস্থতা তাদের মধ্যে পরিলক্ষিত হয়নি। বর্তমানে বংওয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তারা।
বিস্ময়কর এই ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল এক ফেসবুক স্ট্যাটাসে বলেন, ‘জীবন-মৃত্যুর সন্ধিক্ষণ থেকে নিরাপদে ফিরে আসার জন্য আপনাদের ধন্যবাদ, অনেক ধন্যবাদ।’
দুই শ্রমিককে চিঠিও দিয়েছেন প্রেসিডেন্ট। সেখানে তিনি বলেছেন, ‘আপনাদের বেঁচে যাওয়ার এই অলৌকিক ঘটনা দক্ষিণ কোরিয়া প্রজাতন্ত্রের জন্য এক নতুন আশা নিয়ে এসেছে।’
এসএমডব্লিউ