ব্রিটেনের প্রয়াত রানির চেয়ে বেশি সম্পদের মালিক ঋষির স্ত্রী অক্ষতা
ব্যাপক অস্থিতিশীল অর্থনীতি আর ক্রমবর্ধমান বৈশ্বিক সংকটের মুখে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ভারতীয় বংশোদ্ভুত ঋষি সুনাক। ব্রিটেনের রাজনীতিতে গত কয়েক বছর ধরেই আলোচনায় আছেন এই ভারতীয় বংশোদ্ভূত। ভারতীয় বহুজাতিক তথ্যপ্রযুক্তি কোম্পানি ইনফোসিসের সহপ্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির জামাতা সুনাককে ঘিরে বিতর্কও হয়েছে বিস্তর।
কনজারভেটিভ এই নেতা পূর্ব আফ্রিকা থেকে ব্রিটেনে পাড়ি জমানো ভারতের পাঞ্জাব প্রদেশের এক পরিবারের সন্তান। অভিবাসী পরিবারের সেই ঋষি ব্রিটেনের ৫৭তম প্রধানমন্ত্রী হচ্ছেন।
বরিস জনসনের পদত্যাগের পর তিনি প্রধানমন্ত্রীর লড়াইয়ে নেমেছিলেন। কিন্তু লিজ ট্রাসের কাছে হেরে যান তিনি। তারপর লিজ ট্রাস ৪৩ দিনের মাথায় পদত্যাগ করায় ফের সুযোগ আসে সুনাকের।
দ্বিতীয় সুযোগে আর তাকে পিছু হটতে হয়নি। গত ২০ অক্টোবর ট্রাস পদত্যাগ করার পর সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী পেনি মর্ডান্ট এই দৌড়ে এতদিন তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন। তবে সোমবার তারা দু’জনই প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় সুনাকই হতে চলেছেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী।
ব্রিটেনের নতুন এই প্রধানমন্ত্রীর সম্পদের দিকে তাকালে অনেকেই অবাক হবেন। ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত গোল্ডম্যান স্যাচের বিশ্লেষক ছিলেন তিনি। তাকে ব্রিটেনের সবচেয়ে ধনী সংসদ সদস্যদের একজন মনে করা হলেও নিজের সম্পদের ব্যাপারে কখনই প্রকাশ্যে মন্তব্য করেননি সুনাক।
তবে সুনাকের স্ত্রীর বিষয়ে উল্লেখযোগ্য কিছু তথ্য পাওয়া যায়। অক্ষতা মূর্তি অর্থাৎ সুনাকের স্ত্রী ভারতের আইটি বাণিজ্যের ধ্রুবতারা নারায়ণ মূর্তির মেয়ে। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে এমবিএ পড়ার সময় স্ত্রী অক্ষতা মূর্তির সাথে পরিচয় হয় তার। পরবর্তীতে ২০০৯ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা। তাদের দুই মেয়ে রয়েছে।
এই দম্পতির এক মেয়ে একজন ভারতীয় বিলিয়নেয়ার এবং আইটি পরিষেবা জায়ান্ট কোম্পানি ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা। সানডে টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, কেবল ইনফোসিসেই অক্ষতা-সুনাক দম্পতির অংশীদারত্ব রয়েছে প্রায় সাড়ে ছয় হাজার কোটি টাকার। পেশায় ফ্যাশন ডিজাইনার অক্ষতার অন্যান্য খাতেও বিনিয়োগ রয়েছে।
চলতি বছরের শুরুর দিকে সানডে টাইমস ব্রিটেনের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকা প্রকাশ করে। এতে বলা হয়, ঋষি সুনাকের স্ত্রী অক্ষতা মূর্তি ব্রিটেনের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের চেয়েও বেশি সম্পদের মালিক। অক্ষতার সম্পদের তুলনায় অর্ধেকেরও কম সম্পদের মালিক ছিলেন রানি। দ্বিতীয় এলিজাবেথের সম্পদের পরিমাণ ছিল সাড়ে তিন হাজার কোটি টাকার মতো।
এসএস