ভারতের সেই নিরামিষাশী কুমিরটি মারা গেছে
ভারতের কেরালার কাসারগড় এলাকার শ্রী আনন্দপদ্মনাভ মন্দিরের বিখ্যাত নিরামিষাশী কুমির বাবিয়া মারা গেছে। ওই মন্দিরে যাওয়া দর্শনার্থীদের অন্যতম প্রধান আকর্ষণ ছিল কুমিরটি। ৭৫ বছর বয়সে রোববার তার মৃত্যু হয়েছে।
স্থানীয়ভাবে দাবি করা হয়, জীবনে কখনও মাছ মাংস খায়নি বাবিয়া নামের কুমিরটি। পুকুরে মাছের সঙ্গে থাকলেও কোনো দিন একটা মাছও মুখে তোলেনি কুমিরটি।
মন্দিরের পুরোহিতদের মতে, বেশিরভাগ সময়ই কুমিরটি গুহার ভিতরে কাটাতো, সাধারণত বিকেলের দিকে সে বাইরে আসতো।
কেরালার ওই মন্দিরে কবে কোথা থেকে কুমিরটিকে আনা হয়েছিল সে সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায় না। ৭০ বছর ধরে ওই মন্দিরেই ছিল সে।
স্থানীয় একটি সূত্র বলছে, কেরালার ওই এলাকা সার্কাসের জন্য বিখ্যাত। সেরকমই কোনো প্রশিক্ষণপ্রাপ্ত দলের সদস্য ছিল বাবিয়া। কিভাবে তার নামকরণ তাও কারও জানা নেই। সোমবার সকালে সোশ্যাল মিডিয়ার সূত্রে কুমিরটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে।
এনএফ