চীনের সরকারি টেলি যোগাযোগ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড
চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হুনানের রাজধানী চেংশার একটি বহুতল ভবনে ভয়াবহ আগুন লেগেছে। শুক্রবার বিকেলের দিকে শুরু হওয়া এই অগ্নিকাণ্ডে কতজন হতাহত হয়েছেন— তা এখনও জানা যায়নি।
যে ভবনটিতে আগুন লেগেছে, সেটি চীনের রাষ্ট্রায়ত্ত টেলি যোগাযোগ কোম্পানি চায়না টেলিকমের মালিকানাধীন। কোম্পানির প্রাদেশিক সদর দপ্তরও ছিল সেই ভবনটিতে। কোথা থেকে এই আগুনের সূত্রপাত, এখন পর্যন্ত স্পষ্ট নয়।
চীনের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ‘(ভবনটি থেকে) বিশাল কালো ধোঁয়ার কুন্ডলি উঠতে দেখা যাচ্ছে, এবং ভবনটির অধিকাংশ তলা ভয়াবহ ভাবে জ্বলছে আগুনে।’
— China in Pictures (@tongbingxue) September 16, 2022
‘দমকল বাহিনীর কর্মীরা আগুন নেভানো চেষ্টা করে যাচ্ছেন, দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতাও শুরু হয়েছে,’ বলা হয় সিসিটিভির প্রতিবেদনে।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ইতোমধ্যে আগুনে জ্বলতে থাকা ভবনটির ছবি টুইট করা হয়েছে। সে ছবিতে দেখা যাচ্ছে, আগুনের তেজে বহুতল সেই ভবনটির বাইরের অংশ পুরো কালো হয়ে গেছে।