পাকিস্তানে ভয়ঙ্কর বন্যা : চোখের পলকে ভেঙে যাচ্ছে বাড়ি-ঘর
ভয়াবহ বন্যা মোকাবিলা করছে পাকিস্তান। বন্যায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে এক হাজারের বেশি। আশ্রয়হীন হয়ে পড়েছেন বহু মানুষ। বন্যার তীব্রতার কারণে ভেঙে পড়ছে বড় বড় বাড়ি। মুহূর্তের মধ্যে সেগুলো তলিয়ে যাচ্ছে।
এমন সব ভয়াবহ দৃশ্য ভাইরাল হয়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে।
ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, বিপৎসীমার ওপর দিয়ে বইছে নদীর পানি। পানির ধাক্কায় মুহূর্তের মধ্যে একটি বাড়ি ভেসে চলে গেল।
অন্য একটি ভিডিওতে দেখা যায়, টানা বৃষ্টির মধ্যে গোটা একটি চার তলা বাড়ি গুঁড়িয়ে গেছে। এমন ভাবেই আরও একাধিক বাড়ি ভেঙে পড়তে দেখা গেছে ভিডিওতে।
— Wall Street Silver (@WallStreetSilv) August 27, 2022
পাকিস্তানের বন্যা পরিস্থিতির অবস্থা দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে। দেখা গেছে, মরদেহ বহনের খাটিয়া ব্যবহার করে বন্যা দুর্গতদের উদ্ধার করছেন কর্মীরা। মূলত খাটিয়ার ওপর দড়ি বেঁধে বন্যার পানির ওপর দিয়ে নিরাপদ স্থানে মানুষকে টেনে নেওয়া হচ্ছে।
এদিকে বন্যা মোকাবিলায় আরও আন্তর্জাতিক সহায়তা চেয়েছে পাকিস্তান। মৌসুমি বৃষ্টির ফলে সৃষ্ট এই বন্যায় মৃতের সংখ্যা ১ হাজার ৩৩ জনে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে বৃষ্টি ও বন্যা সম্পর্কিত নানা ঘটনায় ১১৯ জন মারা গেছেন বলে জানিয়েছে বিবিসি।
এমএইচএস