পশ্চিমবঙ্গে আল-কায়েদার দুই জঙ্গি আটক
আল কায়দার ভারতের শাখা সংগঠনের (আল কায়দা ইন ইন্ডিয়ান সাব-কন্টিনেন্ট বা আকিস) দুই জঙ্গিকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। গ্রেপ্তার দুই জঙ্গি হলেন- আব্দুর রাকিব সরকার ও কাজি আহসান উল্লাহ।
বুধবার উত্তর ২৪ পরগনার শাসন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে তাদের। জানা গেছে আব্দুর রাকিব সরকার দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা এবং কাজি আহসান উল্লাহর বাড়ি হুগলিতে। তাদের কাছ থেকে বেশ কিছু বই, ভারতের বিরুদ্ধে যুদ্ধে ইন্ধন দেয় এমন নথি উদ্ধার করা হয়েছে।
• আরও পড়ুন : অর্পিতার নামে জীবন বিমার কিস্তি মেটাতেন পার্থ
গ্রেপ্তার দু’জন জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য বলে অভিযোগ রয়েছে। ওই দুই জঙ্গির কাছ থেকে বেশ কিছু নথি পাওয়া গেছে, যেগুলো ভারতের বিরুদ্ধে যুদ্ধে ইন্ধন দেয়। পাশাপাশি জিহাদি কিছু বইও তাদের থেকে পাওয়া গেছে বলে সূত্রের খবর।
প্রসঙ্গত, বুধবারই চার জেএমবি জঙ্গির সাজা ঘোষণা করেছে কলকাতা নগর ও দায়রা আদালত। আবদুল রহিম, আবদুল রেজ্জাক, হাজিবুল্লা ও আসিফ ইকবাল নামে চার জঙ্গির সাজা ঘোষণা করা হয়েছে। এই চার জঙ্গিই আদালতে নিজেদের দোষ স্বীকার করেছেন।
এনএফ