সোনিয়া গান্ধীর ফের করোনা শনাক্ত
করোনাভাইরাস থেকে সেরে ওঠার দু’মাস পর আবারও এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের অন্যতম প্রধান বিরোধীদল কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী। শনিবার দলটির যোগাযোগবিষয়ক দায়িত্বপ্রাপ্ত রাজনীতক ও এমপি জয়রাম রামেশ সোনিয়ার করোনায় আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
এক টুইট বার্তায় তিনি বলেছেন, সোনিয়া গান্ধী বর্তমানে স্থিতিশীল রয়েছেন এবং সব ধরনের প্রোটোকল মেনে তিনি আইসোলেশনে থাকবেন।
টুইটে জয়রাম বলেন, কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী পরীক্ষায় আজ করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। সরকারের প্রোটোকল অনুযায়ী তিনি আইসোলেশনে থাকবেন।
কংগ্রেসের টুইটার অ্যাকাউন্টেও এক টুইটে বলা হয়েছে, ‘কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী আজ কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। আমরা তার দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করছি।’
এর আগে, গত জুনে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন কংগ্রেসের নেত্রী। সেই সময় মানি লন্ডারিংয়ের এক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তলবে হাজির হতে পারেননি তিনি। পরে তাকে নয়াদিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়।
সম্প্রতি কংগ্রেসের যোগাযোগ বিভাগের প্রধান পবন খেরা, দলীয় সংসদ সদস্য অভিষেক মনু সিংভি এবং রাজ্যসভার বিরোধীদলীয় নেতা মল্লিকা অর্জুন খারগেসহ দলটির বেশ কয়েকজন নেতা কোভিড -১৯ সংক্রমিত হয়েছেন।
সোনিয়া গান্ধীর মেয়ে এবং কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রও গত সপ্তাহে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
সূত্র: এনডিটিভি।
এসএস