পেন্সিলের দাম বাড়ার কারণ জানতে চেয়ে মোদিকে খোলা চিঠি
ভারতে প্রতিদিনই বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। পরিবার চালাতে হিমশিম খেতে হচ্ছে দেশটির সাধারণ মানুষদের। দাম বাড়ার প্রভাব শুধু যে বড়দের ওপর পড়েছে তাই নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরাও।
বাজারে পণ্যের দামবৃদ্ধি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খোলা চিঠি লিখেছে ক্লাস ওয়ানে পড়ুয়া এক ছাত্রী। আর সেই চিঠি ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।
কৃতি দুবে নামে ওই শিক্ষার্থী তার চিঠিতে লিখেছে ‘আমার নাম কৃতি দুবে। আমি ক্লাস ওয়ানে পড়ি। মোদিজি আপনি এই মূল্যবৃদ্ধির জন্য দায়ী। আমার পেন্সিল এবং রাবারের (ইরেজার) দাম বেড়েছে। ম্যাগির দামও বাড়ানো হয়েছে। আমার মা এখন বাড়তি পেন্সিল চাইলে আমাকে মারধর করে। আমি এখন কী করব? আমার সহপাঠীরা আমার পেন্সিল চুরি করে নেয়’।
মেয়েটির বাবা বিশাল দুবে পেশায় একজন আইনজীবী। তিনি জানান, ‘সে তার নিজের মনের কথা দিয়ে একটি চিঠি লিখেছে। সম্প্রতি স্কুলে একটি পেন্সিল হারিয়ে ফেলে কৃতি। যার কারণে তার মা তাকে বকাঝকা করে। এরপরই সে মোদিজিকে চিঠিটি লেখে’।
এদিকে উত্তরপ্রদেশের কনৌজের ক্লাস ওয়ানের ছাত্রীর চিঠিটি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
চিঠিটি ভাইরাল হতেই সেটি পৌঁছেছে এসডিএম অশোক কুমারের হাতে। ভারতীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ‘আমি শিশুটিকে সব ধরনের সাহায্য করতে প্রস্তুত। চিঠিটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছানো নিশ্চিত করতে যথাসাধ্য চেষ্টা করব’।
এমএইচএস