গোয়েন্দা প্রধানের পর জেলেনস্কির কোপে আরও ২৮ নিরাপত্তা কর্মকর্তা
বিশ্বাসঘাতকতা ও রাশিয়াকে সহায়তার অভিযোগে একদিন আগেই ইউক্রেনের প্রভাবশালী গোয়েন্দা সংস্থার প্রধানকে বরখাস্ত করেছিলেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একইসঙ্গে বরখাস্ত করা হয়েছিল রাষ্ট্রের শীর্ষ প্রসিকিউটর জেনারেলকেও। এবার জেলেনস্কির কোপে পড়েছেন দেশটির আরও ২৮ নিরাপত্তা কর্মকর্তা।
এসব কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সোমবার (১৮ জুলাই) নিজেই জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। মঙ্গলবার (১৯ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশটির নিরাপত্তা পরিষেবায় যুক্ত আরও ২৮ জন কর্মকর্তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছেন। ‘রাশিয়ার সহযোগী এবং বিশ্বাসঘাতকদের’ আশ্রয় দেওয়ার অভিযোগে সিনিয়র দুই ইউক্রেনীয় কর্মকর্তাকে বরখাস্ত করার একদিন পর নতুন এই ঘোষণা সামনে এলো।
সোমবার রাতে দেওয়া ভিডিও ভাষণে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ইউক্রেনের সিকিউরিটি সার্ভিসের (এসবিইউ) ‘কর্মী নিরীক্ষা’র কাজ চলছে এবং ২৮ জন কর্মকর্তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ‘(বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া এসব কর্মকর্তারা) ভিন্ন ভিন্ন ক্ষেত্র ও স্তরের। তবে (বরখাস্তের) কারণগুলো একই রকম - কাজের অসন্তোষজনক ফলাফল।’
এর আগে ইউক্রেনের প্রভাবশালী অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থার (এসবিইউ) প্রধান এবং দেশের শীর্ষ প্রসিকিউটর জেনারেলকে রোববার তাদের পদ থেকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই দুই সংস্থার কর্মকর্তারা রুশ হামলায় সহযোগিতা করছেন এমন বহু অভিযোগের উদ্ধৃতি দিয়ে এই দুই শীর্ষ কর্তাকে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়।
রয়টার্স বলছে, ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ প্রধান ইভান বাকানভকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হলেও তিনি মূলত প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শৈশবের বন্ধু। অন্যদিকে দেশটির শীর্ষ প্রসিকিউটর জেনারেল ইরিনা ভেনেডিক্টোভা রাশিয়ান যুদ্ধাপরাধের বিচারে মুখ্য ভূমিকা পালন করছিলেন।
রোববার নির্বাহী আদেশের মাধ্যমে প্রেসিডেন্ট জেলেনস্কি তাদেরকে বরখাস্ত করেন। বিবিসি বলছে, বিশ্বাসঘাতকতার বহু অভিযোগ সামনে এনে ইউক্রেনের নিরাপত্তা সংস্থার (এসবিইউ) প্রধান এবং প্রসিকিউটর জেনারেলকে বরখাস্ত কছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রোববার ইউক্রেনীয় প্রেসিডেন্টর অভিযোগ করেছিলেন, এই দু’টি সংস্থার ৬০ জনেরও বেশি সাবেক কর্মচারী এখন রাশিয়ান-অধিকৃত এলাকায় ইউক্রেনের বিরুদ্ধে কাজ করছে।
সেসময় তিনি আরও বলেন, ইউক্রেনের আইন প্রয়োগকারী কর্মকর্তাদের বিরুদ্ধে রাশিয়াকে সহযোগিতা ও বিশ্বাসঘাতকতার মোট ৬৫১টি অভিযোগ উন্মুক্ত করা হয়েছে।
টিএম