তাপমাত্রা ৪০ ডিগ্রি, ইতিহাসের সবচেয়ে গরম দিন দেখল ব্রিটেন
যুক্তরাজ্যে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। ইউরোপের শীতল জলবায়ুর এ দেশটির জনগণ সোমবার ইতিহাসের সর্বোচ্চ উষ্ণ দিন পার করেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তর।
এর আগে ব্রিটেনে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ২০১৯ সালে দেশটির কেমব্রিজ শহরে এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।
যুক্তরাজ্যের কেন্দ্রীয় মন্ত্রী কিট ম্যাল্টহাউস আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে বিবিসি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টা মধ্যে দেশের তাপমাত্রা কমার তেমন সম্ভাবনা নেই।
ব্যাপক তাপমাত্রার কারণে যুক্তরাজ্যের রেল বিভাগ জরুরি প্রয়োজন ব্যতীত জনগণকে রেলভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। এমনকি অনেক এলাকা রেল ও মেট্রো ট্রেন পরিষেবা স্থগিতও করা হয়েছে।
ব্রিটেনের রেল বিভাগের কর্মকর্তা জ্যাক কেলি রয়টার্সকে জানিয়েছেন, তাপমাত্রা স্বাভাবিক পর্যায়ে নেমে এলে আগামী বুধবার থেকে রেল পরিষেবা ফের পূর্ণমাত্রায় চালু করা যাবে বলে আশা করছে রেল দপ্তর।
রেল ও মেট্রো রেল বন্ধ করা হলেও স্কুলগুলো খোলা রাখার আহ্বান জানিয়েছিল সরকার। কিন্তু রোববার থেকেই বন্ধ করা হয়েছে যুক্তরাজ্যের প্রায় সব স্কুল।
গরম থেকে বাঁচতে খোলা জলাশয়ে জনগণকে নামার ব্যাপারেও সতর্কবার্তা দেওয়া হয়েছে। ইংল্যান্ডে ১৩ বছরের এক কিশোর নদীতে সাঁতার কাটতে গিয়ে প্রায় ডুবতে বসার পর এই সতর্কবর্তা দিয়েছে স্থানীয় সরকার।
যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা ইউকেএইচএসকে ইতোমধ্যে ৪ নম্বর স্বাস্থ্য সতর্কতা সংকেত জারি করেছে।
বিষয়টি ব্যাখ্যা করে যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তরের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘দীর্ঘয়িত ও গুরুতর কোনো প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে জনস্বাস্থ্য যখন হুমকির মুখে পড়ে, তখনই চার নাম্বার সতর্ক সংকেত জারি করা হয়।’
এসএমডব্লিউ