এক অটোরিকশায় চড়লেন ২৭ জন, ভিডিও ভাইরাল
একটা অটোরিকশায় কতজন যাত্রী চড়তে পারেন? সর্বোচ্চ ৫-৬ জন। কিন্তু ধারণা ও বাস্তবের সমস্ত হিসাব ওলটপালট করে দিল ভারতের উত্তরপ্রদেশের একটি অটোরিকশা। কারণ, ওই অটোয় চড়ে যাচ্ছিলেন মোট ২৭ জন।
রোববার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফতেপুর জেলায়। খুব দ্রুত গতিতে ছুটে আসা অটোরিকশাকে দেখে সন্দেহ হয় ফতেপুরের একটি জনবহুল রাস্তায় কর্তব্যরত ট্রাফিক পুলিশের। উচ্চ গতির কারণেই প্রাথমিকভাবে অটোটিকে দাঁড় করান ওই রাস্তায় কর্তব্যরত পুলিশকর্মীরা।
পুলিশের নির্দেশে রাস্তার একপাশে থমকে যায় অটোটি। এবার অটো থেকে সব যাত্রীদের নেমে আসতে অনুরোধ করে পুলিশ। আর এবারই ছিল তাদের চমক লাগার পালা।
অটো থেকে একে একে নেমে আসেন চালকসহ মোট ২৭ জন। এক অটোতে ২৬ জন যাত্রী। এমন ঘটনা হয়তো এখন পর্যন্ত কোনো সিনেমার কমেডি দৃশ্যের জন্যেও ভাবা হয়নি!
পুলিশ সূত্রে খবর, ওই অটোটিকে আটক করা হয়েছে। পাশাপাশি ট্রাফিক আইন লঙ্ঘন, যাত্রী নিরাপত্তা বিধি ভাঙায় ওই অটোরিকশার চালককে ১১ হাজার ৫০০ ভারতীয় রুপি জরিমানা করা হয়েছে। এই অটো থেকে একে একে ২৭ জনের বেরিয়ে আসার ভিডিওটি ইতোমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিভিন্ন প্ল্যাটফর্মে হাতে হাতে দ্রুত ছড়িয়ে পড়ছে এই ভিডিওটি।
ওএফ