অ্যাপ ডাউনলোড করতেই ট্যাক্সিচালকের ১১ লাখ টাকা হাওয়া
পশ্চিমবঙ্গের বীরভূমে ভয়াবহ প্রতারণার শিকার হয়েছেন এক ট্যাক্সিচালক। ফোনে একটি অ্যাপ ডাউনলোড করার পর তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ১১ লাখ টাকা উধাও হয়েছে।
ব্যাংক অ্যাকাউন্টের সব আপডেট পাওয়ার কথা বলে ওই ট্যাক্সিচালককে একটি অ্যাপ ডাউনলোড করায় হ্যাকার।
তপন গড়াই নামের ওই ট্যাক্সিচালক বলছেন ২ জুলাই তিনি এক লাখ টাকা তুলতে একটি চেক জমা দিয়েছিলেন ব্যাংকে। এর দু’দিন পর তাকে এক ব্যক্তি ফোন করে নিজেকে ব্যাংক কর্মী পরিচয় দিয়ে বলেন, আমার অ্যাকাউন্ট থেকে এক লাখ টাকা ডেবিট হয়েছে। আমি তার ম্যাসেজ পেয়েছি কি না। এরপর তার ফোন একটি লিঙ্ক পাঠানো হয়।
ওই ব্যাংকে তপনের নিজের ছাড়াও তার স্ত্রী ও বাবার সঙ্গেও অ্যাকাউন্ট রয়েছে। ওই সব অ্যাকাউন্টের ব্যালেন্স বলতে পেরেছিলেন ফোন করা ব্যক্তি। মূলত এ থেকেই সন্দেহ দূর হয় তপনের।
এরপরই তার ফোনে পাঠানো লিঙ্ক থেকে অ্যাপ ডাউনলোড করেন তপন। পাঁচ মিনিট পরই আবার অ্যাপটি ডিলিটও করে দেন তিনি।
• আরও পড়ুন : সৌদিতে আটক মতিয়ার ভিক্ষা করতেন দেশ-বিদেশে, গড়েছেন অনেক সম্পদ
তপনের দাবি অ্যাপ ডাউনলোড করার দু’ ঘণ্টা পর থেকেই ধাপে ধাপে তিনটি অ্যাকাউন্ট থেকে ১০ লাখ ৯২ হাজার টাকা গায়েব হয়ে যায়।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তিনটি অ্যাকাউন্টে টাকাগুলো ট্রান্সফার হয়েছে বলে এ পর্যন্ত জানা গেছে।
এনএফ