ইউক্রেনের হয়ে লড়তে গিয়ে সাবেক ব্রিটিশ সৈন্যের মৃত্যু
ইউক্রেনের হয়ে লড়তে গিয়ে সাবেক ব্রিটিশ সৈন্যের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। ওই সৈন্যের নাম জর্ডান গেটলে। গত মার্চে ব্রিটিশ আর্মি ছাড়েন এবং ইউক্রেনে পাড়ি জমান। সামাজিক যোগাযোগমাধ্যমে তার বাবা ডিন গেটলে শ্রদ্ধা নিবেদনে তাকে ‘বীর’ বলে আখ্যা দিয়েছেন।
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর সেভারোদোনেতস্ক অঞ্চলে যুদ্ধে রুশ সৈন্যদের সঙ্গে লড়াইয়ের সময় মারা গেছেন গেটলে। গত কয়েক দিন ধরে সেখানে দুই পক্ষের সৈন্যদের মধ্যে তীব্র লড়াই চলছে।
যুদ্ধ-বিধ্বস্ত দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ইউক্রেনের জন্য প্রাণ দেওয়া ব্রিটিশ ওই সৈন্যের পরিবারকে সহায়তা করা হবে। জর্ডান গেটলের বাবা ফেসবুকে দেওয়া এক পোস্টে লিখেছেন, তার ছেলে স্থানীয় সৈন্যদের প্রশিক্ষণে সহায়তা করছিলেন। শহরে তীব্র প্রতিরোধ গড়ে তোলার সময় তিনি নির্মমভাবে গুলিবিদ্ধ হন। শুক্রবার পরিবার তার মৃত্যুর খবর জানতে পারে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পরিস্থিতি বিচার-বিবেচনা করে সেখানে গিয়েছিলেন গেটলে।
ফেসবুকে জর্ডান গেটলের বাবা বলেছেন, সৈন্যদের দলের সবাই গেটলেকে পছন্দ করতেন। ইউক্রেনীয় অনেক সৈন্যকে তিনি প্রশিক্ষণ দিয়েছেন। এর মাধ্যমে অনেকের জীবনে তিনি পরিবর্তন এনে দিয়েছিলেন।
জর্ডান গেটলে ও তার দলের সদস্যরা নিজেদের কাজ নিয়ে গর্বিত ছিলেন। তারা প্রায়ই বিপজ্জনক কিন্তু প্রয়োজনীয় মিশনে যেতেন বলে জানিয়েছেন ডিন গেটলে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বর্তমানে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় প্রদেশ লুহানস্কের সেভারদনেতস্ক শহরে ইউক্রেনীয় সেনাদের সঙ্গে তীব্র সংঘাত চলছে রুশ বাহিনীর।
সূত্র: বিবিসি।
আরএইচ