তুষারঝড়ে বিপর্যস্ত টেক্সাসে তীব্র খাদ্য-পানি সংকট
স্মরণকালের ভয়াবহ তুষারঝড়ে বিপর্যস্ত টেক্সাসে পঞ্চম দিনের মতো লাখ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। দেখা দিয়েছে তীব্র খাবার ও পানি সংকট। বিপর্যস্ত টেক্সাসের জনজীবন কবে স্বাভাবিক হবে তা বলা যাচ্ছে না। পরিস্থিতির উন্নতি হচ্ছে সামান্যই।
তুষারঝড়ে এখন পর্যন্ত কমপক্ষে ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। চতুর্থ দিন রাজ্যটির প্রায় ৩০ লাখ মানুষ ছিলেন বিদ্যুৎ বিচ্ছিন্ন। বৃহস্পতিবার বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সংযোগ ফিরলেও এখনো অন্ধকারে রয়েছেন ৪ লাখ ৮৮ হাজারের বেশি বাসিন্দা।
বুধবার ‘দুর্যোগের মধ্যে দুর্যোগের’ ব্যাপারে সতর্ক করেছেন কর্মকর্তারা। রেকর্ড ভাঙা শীত আর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়া টেক্সাসবাসীর জীবনে দেখা দিয়েছে অসহনীয় দুর্ভোগ। খাদ্য সরবরাহ ব্যবস্থায় দেখা দেওয়া সংকট দিনকে দিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে।
বিদ্যুৎ না থাকায় বেশিরভাগ দোকানে নষ্ট হচ্ছে খাবার-শাকসবজি। আতঙ্কিত জনতা খাবার মজুত করতে শুরু করার পর দোকানগুলো ফাঁকা হয়ে গেছে। বরাফাচ্ছাদিত সড়ক দিয়ে পর্যাপ্ত খাবার সরবরাহ আসাও হয়ে পড়েছে দুঃসাধ্য। মানুষ খুব কষ্টে দিনযাপন করছেন।
টেক্সাসের সর্ববৃহৎ শহর হাউস্টনে স্থানীয় বার্গার কিংয়ের দোকান থেকে একটি মাত্র গরম খাবার কেনার জন্য মানুষজন চার ঘণ্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থেকে অপেক্ষা করছেন। খাবার সংগ্রহ করাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।
পানির সংকট তো আরও তীব্র। প্রবল তুষারঝড়ে বিপর্যস্ত টেক্সাসের ৭০ লাখ মানুষ গরম পানির অর্ডার করেছেন। কিন্তু এসব মানুষকে পর্যাপ্ত পানি সরবরাহ করা যাচ্ছে না। যারা গরম পানির অর্ডার করেছেন তাদের বেশিরভাগের বাড়িতে বিদ্যুৎ নেই।
মার্কিন গণমাধ্যমগুলো লিখেছে, টেক্সাসের এখন যা পরিস্থিতি এমন দৃশ্য শুধু উন্নয়নশীল ও গরিব দেশগুলোতে দেখা যায়। পরিস্থিতি কবে আবার স্বাভাবিক হবে তার কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। বিক্ষুব্ধ জনতা এর জন্য সরকারকেও দায়ী করছেন।
হাউস্টনের এক বাসিন্দাই যেমন বলছেন, ‘এটা একটা পাগল করার মতো বিষয় যে এই দুর্ভোগের মধ্যেই আমাদের মঙ্গলে নাসার পাঠানো মহাকাশযানের সফল অবতরণ দেখতে হচ্ছে। অথচ হাউস্টের বেশিরভাগ মানুখ খাবার পানিটা পর্যন্ত পাচ্ছে না।’
এদিকে টেক্সাসের রিপাবলিকান সিনেটর টেড ক্রুজ রাজ্যের এমন দুর্যোগের মুখে টেক্সাস ছেড়ে সপরিবারে মেক্সিকো ভ্রমণে গেছেন। এ নিয়ে দেশটির রাজনৈতিক অঙ্গনে চলছে তুমুল সমালোচনা। অনেকে টেড ক্রুজকে বিপদে পালানোর জন্য ধিক্কারও দিচ্ছেন।
এএস