হাসপাতালে ছেলের মরদেহ, ছাড়াতে টাকার জন্য ঘুরছেন বাবা-মা
কয়েকদিন আগে সন্তান নিখোঁজ হয় বিহারের সমষ্টিপুর জেলার বৃদ্ধ এক বাবা-মায়ের। এর মধ্যে হঠাৎ সদরপুর হাসপাতাল থেকে ফোন আসে তাদের ছেলের মরদেহ হাসপাতালে আছে। ছাড়িয়ে নিতে ৫০ হাজার রুপি লাগবে।
হাসপাতাল থেকে এমন ফোন পেয়ে আরও অসহায় হয়ে পড়েন দরিদ্র বাবা-মা। কারণ তাদের কাছে নেই প্রয়োজনীয় অর্থ। তাই সন্তানের মরদেহ হাসপাতাল থেকে ছাড়াতে অর্থ সংগ্রহে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন তারা।
ভাইরাল হওয়া এ সংক্রান্ত ভিডিওর বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বিহারের সমষ্টিপুর জেলার সড়কে লোকজনের কাছে অর্থ সাহায্য চেয়ে ঘুরছেন বৃদ্ধ এক বাবা-মা। কারণ তাদের সন্তানের মরদেহ মর্গ থেকে ছাড়াতে হাসপাতালের এক কর্মকর্তা ৫০ হাজার রুপি দাবি করেছেন।
— ANI (@ANI) June 8, 2022
অভিযোগ করে নিখোঁজ হওয়া সন্তানের বাবা মহেশ ঠাকুর বলেন, কিছুদিন আগে আমাদের সন্তান নিখোঁজ হয়। এর মধ্যে সদরপুর হাসপাতাল থেকে এক কর্মকর্তা ফোন করে বলেন ছেলের মরদেহ ছাড়িয়ে নিতে ৫০ হাজার রুপি লাগবে। আমরা তো গরিব, আমাদের কাছে কোনো অর্থকড়ি নেই। তাই ভিক্ষা করে অর্থ সংগ্রহের চেষ্টা করছি।
জানা গেছে, হাসপাতালটির অধিকাংশ কর্মকর্তা চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত এবং মাঝে মাঝে তাদের নির্ধারিত সময়ে বেতন হয় না।
হাসপাতাল কর্মীদের রোগীর স্বজনদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার একাধিক ঘটনা ঘটেছে।
এ ঘটনায় জড়িতদের বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণের কথা বলেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনাটি মানবতার জন্য লজ্জা বলে আখ্যায়িত করেছেন সমষ্টিপুর সিভিল সার্জন ড. এসকে চৌধুরী।
জেডএস