লাদাখে ভারতীয় সেনাবাহিনীর বাস নদীতে, নিহত ৭
ভারতের লাদাখের রাস্তা থেকে শ্যাওক নদীতে সেনাবাহিনীর একটি বাস উল্টে সাত সেনাসদস্য নিহত হয়েছেন। শুক্রবার সকালে দেশটির পার্তাপুর ক্যাম্প থেকে হানিফ সাব সেক্টরে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় শোকপ্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ভারতের সেনাবাহিনীর এক কর্মকর্তা এ বিষয়ে এনডিটিভিকে বলেন, ‘শুক্রবার সকালে পার্তাপুর ট্রানজিট ক্যাম্প থেকে একটি গাড়ি ২৬ জন সেনাসদস্যকে নিয়ে হানিফ সাব সেক্টরের দিকে যাচ্ছিল। সকাল ৯টার দিকে দোয়াইস গ্রাম থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে ওই গাড়িটি পিছলে যায় এবং পার্শ্ববর্তী শ্যাওক নদীতে পড়ে যায়। এ নদীটির গভীরতা এখন ৫০ থেকে ৬০ ফুট।’
‘৭ জন নিহত হওয়া ছাড়াও গাড়িতে অন্য যেসব যাত্রী ছিলেন, তারা সবাই আহত হয়েছেন।’
এ ঘটনার পরই দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করে ভারতীয় সেনাবাহিনী। আহত সেনাদের পার্তাপুরের একটি ফিল্ড হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
— Narendra Modi (@narendramodi) May 27, 2022
এ দুর্ঘটনায় শোকপ্রকাশ করে টুইট করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটবার্তায় তিনি লেখেন, ‘লাদাখে বাস দুর্ঘটনায় আমাদের সেনারা নিহত হয়েছেন, এতে আমি শোকাহত। নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। প্রার্থনা করছি—যারা আহত হয়েছেন, তারা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। ক্ষতিগ্রস্তদের সরকারের পক্ষ থেকে যাবতীয় সহায়তা দেওয়া হবে।’
আইএসএইচ/ এসএমডব্লিউ