এক হাসপাতালের ১১ নার্স-চিকিৎসক একসঙ্গে অন্তঃসত্ত্বা!
যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে একসঙ্গে ১১ জন নার্স ও চিকিৎসক একই সময়ে অন্তঃসত্ত্বা হয়েছেন। দেশটির মিসৌরি অঙ্গরাজ্যের লিবার্টি শহরের একটি হাসপাতালে ঘটেছে এই ঘটনা।
ওই হাসপাতালের নামও লিবার্টি হসপিটাল। অন্তসত্ত্বা ১১ নারীর মধ্যে ১০ জন নার্স, বাকি ১ জন চিকিৎসক।
একই সময়ে একই হাসপাতালের ১১ জন কর্মীর অন্তঃসত্ত্বা হওয়া একটি কাকতালীয় ব্যাপার। আরও কাকতালীয় হলো, এই নারীদের সবাই হাসপাতালের প্রসূতী বিভাগে কর্মরত আছেন। বিভাগের পরিচালক নিকি কোলিং মার্কিন সংবাদমাধ্যম ফক্স ফোর কেসিকে বলেন, ‘তাদের মধ্যে ব্যাপক বন্ধুত্ব। সবসময়ই তারা একসঙ্গে থাকে, যাবতীয় কাজ একসঙ্গে করে; কিন্তু একসঙ্গে অন্তঃসত্ত্বা হওয়ার এমন ঘটনা আমাদের অভিজ্ঞতায় এই প্রথম।’
‘তবে ব্যাপারটি খুবই মজার এবং আমরা উচ্ছ্বসিত।’
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম মেইল অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, এই ১১ জনের সবাই চলতি বছরই সন্তান প্রসব করবেন। কেউ হয়তো আগামী জুলাই মাসে, কেউ বা তার পরবর্তী মাসগুলোতে।
এদিকে মার্কিন সামাজি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ইতোমধ্যে ভাইরাল হয়েছে এই সংবাদ। অনেকেই মজা করছেন, কৌতুহলও প্রকাশ করেছেন অনেক নেটিজেন। তবে পুরো ব্যাপারটিই ব্যাপকভাবে উপভোগ করছেন এই নারী স্বাস্থ্যকর্মীরা।
২৯ বছর বয়সী হান্নাহ মিলার লিবার্টি হাসপাতালের প্রসূতি বিভাগের পোস্টপার্টাম (প্রসব পরবর্তী পরিচর্যা) নার্সের দায়িত্বে আছেন। এই প্রথমবার গর্ভধারণ করেছেন তিনি।
মার্কিন সংবাদমাধ্যম গুডমর্নিং আমেরিকাকে হান্না বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই প্রশ্ন করছেন হাসপাতালের পানিতে কিছু আছে কি না। ইতোমধ্যে হাসপাতালের অনেক নার্স বলছে, তারা আর (এই হাসপাতালের) পানি পান করবে না। আজ একজন নার্সকে দেখলাম বাসা থেকে পানির বোতল নিয়ে এসেছে। আমি বেশ মজা করলাম তার সঙ্গে।’
‘মানুষের কৌতুহল, কৌতুক সবই খুব ভালো লাগছে আমাদের।’
এই ১১ জন অন্তসত্ত্বার মধ্যে ১০ জন নার্সের পাশাপাশি একজন চিকিৎসকও রয়েছেন। আন্না গোরমান নামের সেই চিকিৎসক গুডমর্নিং আমেরিকাকে বলেন, ‘একটি হাসপাতালের একটি নির্দিষ্ট ইউনিটে একই সময়ে এত জনের গর্ভধারণ সত্যিই অনন্য একটি ঘটনা। আমাদের শিশুরা যখন পৃথিবীর আলো দেখবে, ব্যাপারটি আরও উত্তেজনাপূর্ণ হবে।’
২৯ বছর বয়সী অ্যালেক্স অ্যাচেসন এবার তৃতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন। লিবার্টি হাসপাতালের প্রসূতি বিভাগের এই লেবার ও ডেলিভারি নার্স বলেন, ‘এটা খুবই চমৎকার একটি অভিজ্ঞতা এবং আমার বিশ্বাস, একই সময়ে গর্ভধারণ ও কাছাকাছি সময়ে সন্তান জন্মদানের সুবাদে আমাদের মধ্যে যে বন্ধন তৈরি হবে, তা সারা জীবন টিকবে।’
লিজ বিশপ নামের অপর নার্স বলেন, হাসপাতালের অন্যান্য সহকর্মীরা যেমন তাদের সঙ্গে কৌতুক করছেন, তেমনি তারাও মজা করছেন সেই সহকর্মীদের সঙ্গে।
‘আমরা মজা করে বলেছি, হাসপাতালে আমাদের যেসব সহকর্মী এখনও অন্তসত্ত্বা হননি— তাদের উচিত হাসপাতালের ভেতর ডে কেয়ার সেন্টার খোলা।’
এক হাসপাতালে একই সময়ে এত সংখ্যক স্বাস্থ্যকর্মীর অন্তস্বত্ত্বা হওয়ার ঘটনা অবশ্য এই প্রথম নয় যুক্তরাষ্ট্রে। এর আগে ২০১৯ সালে দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য মাইনের একটি স্বাস্থ্য কেন্দ্রে একই সময়ে ৯ জন নার্স অন্তস্বত্ত্বা হয়েছিলেন।
তার আগের বছর, ২০১৮ সালে দেশটির পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ইলিনইসেও ঘটেছিল এমন ঘটনা। ইলিনইসের অ্যান্ডারসন হাসপাতালের ৯ জন স্বাস্থ্যকর্মী একই সময়ে অন্তসত্ত্বা হয়েছিলেন।
এসএমডব্লিউ/ আরএইচ