প্রথম নারী প্রধান পেল বিশ্ব বাণিজ্য সংস্থা
বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন এনগোজি ওকনজো ইউয়েলা। সংস্থাটির ২৫ বছরের ইতিহাসে প্রথম নারী এবং প্রথম আফ্রিকান হিসেবে মহাপরিচালক পদে নির্বাচিত হলেন তিনি। সোমবার (১৫ ফেব্রুয়ারি) ১৬৪ দেশের প্রতিনিধিরা তাকে নির্বাচিত করেন। তিনি নাইজেরিয়ার নাগরিক।
এদিকে নির্বাচিত হওয়ার পর ৬৬ বছর বয়সী ওকনজো ইউয়েলা বলেন, করোনাভাইরাস মহামারি থেকে বিশ্বকে পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে একটি শক্তিশালী ডব্লিউটিও।
সোমবার অনলাইন সংবাদ সম্মেলনে তিনি বলেন, একুশ শতককে সামনে রেখে সংস্থার সংস্কার ও আধুনিকীকরণের কাজ শুরু করতে আগ্রহী তিনি। তার মতে, ‘একজন নারী ও একজন আফ্রিকান হিসাবে নয়, আমার জ্ঞান ও অভিজ্ঞতার আলোকে বিস্তীর্ণ সংস্কার করতে আমার সাহস ও আবেগের প্রতি আপনাদের আস্থার জন্য আমি কৃতজ্ঞ।’
সবার সহযোগিতায় বিশ্ব বাণিজ্য সংস্থার প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলেও জানান ওকনজো ইউয়েলা। তিনি বলেন, ‘আমাদের সংস্থা অনেক বড় বড় চ্যালেঞ্জ মোকাবিলা করছে। কিন্তু ঐক্যবদ্ধভাবে কাজ করলে সেটা শক্তিশালী ডব্লিউটিও প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে।’
আগামী ১ মার্চ বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক হিসেবে দায়িত্ব নেবেন এনগোজি ওকনজো ইউয়েলা। আগামী ২০২৫ সালের ৩১ আগস্ট পর্যন্ত তিনি এই পদে দায়িত্বপালন করবেন।
পশ্চিমা একজন কূটনীতিক বার্তাসংস্থা এএফপি’কে বলেন, ‘একজন নারী বা আফ্রিকান বলে তাকে এই পদে বেছে নেওয়া হয়নি। যোগ্যতা, দক্ষতা এবং অভিজ্ঞতার কারণেই তাকে এই দায়িত্বের জন্য বেছে নেওয়া হয়েছে।’
উল্লেখ্য, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ওকনজো ইউয়েলার প্রার্থিতার বিরোধিতা করার পর এই পদে কে আসছেন তা নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়। ফলে কয়েক মাস ধরে বিশ্ব বাণিজ্য সংস্থার পরবর্তী নেতৃত্ব নিয়ে তৈরি হয় দারুণ সংশয়। তবে বাইডেন প্রশাসন ওকনজোর প্রতি সমর্থন ব্যক্ত করার পর সব অনিশ্চয়তা দূর হয়। আগামী মার্চ মাসের শুরুতে বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক হিসেবে দায়িত্ব নেবেন তিনি।
সূত্র: এএফপি
টিএম