ছুরিকাঘাতে আহত জনপ্রিয় টিকটকার কিলি পল
হিন্দি গানের সঙ্গে ঠোঁট মিলিয়ে এবং নেচে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক ও ইউটিউবে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া আফ্রিকার দেশ তানজানিয়ার কনটেন্ট ক্রিয়েটর কিলি পলের ওপর হামলা হয়েছে। অজ্ঞাত কিছু ব্যক্তির ছুরিকাঘাতে এবং লাঠিপেটায় ইন্টারনেট সেনসেশন তানজানিয়ার এই যুবক আহত হয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করা কিলি পলের একটি ভিডিওতে দেখা যায়, তিনি স্ট্রেচারের ওপর শুয়ে আছেন। তার বুড়ো আঙুলে ব্যান্ডেজ এবং পায়ে আঘাতের চিহ্ন। তবে তিনি কীভাবে আক্রান্ত হয়েছেন, সেবিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
ইনস্টাগ্রামে পোস্ট করা এই ভিডিও এখন কিলি পলের ইউটিউব চ্যানেলের শর্ট ভিডিওতে পাওয়া যাচ্ছে। ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, ‘মানুষ আমাকে শেষ করে দিতে চায়, কিন্তু ঈশ্বর সবসময় আমাকে রক্ষা করবেন। আমার জন্য প্রার্থনা করবেন।’
বোন নীমাকে পাশে নিয়ে আফ্রিকান পোশাক পরে ভারতের জনপ্রিয় সব হিন্দি সিনেমার গানের সঙ্গে ঠোঁট মিলিয়ে এবং নাচ করে বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি পেয়েছেন তানজানিয়ার কনটেন্ট ক্রিয়েটর কিলি পল।
চলতি বছরের ফেব্রুয়ারিতে তানজানিয়ায় নিযুক্ত ভারতীয় হাই-কমিশনের পক্ষ থেকে কিলিকে সম্মাননা দেওয়া হয়। পরে সেই সম্মাননা পদক ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি। ওই মাসেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রেডিও অনুষ্ঠান ‘মান কি বাতে’ দেওয়া ভাষণের সময় তানজানিয়ার এই যুবকের প্রশংসা করেন।
নীমা ও কিলি ভাইবোন জুটির ভারতীয় সংগীতের প্রতি ভালোবাসাকে অনুকরণীয় হিসেবে উল্লেখ করে হিন্দি গান বিভিন্ন ভাষায় সুপরিচিত করে তুলতে দেশের তরুণ-তরুণীদের প্রতি আহ্বান জানান মোদি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে কিলি পলের ফলোয়ার রয়েছে ৩৬ লাখের বেশি। এছাড়া ইউটিউব, ফেসবুক এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার লাখ লাখ অনুসারী রয়েছে।
এসএস