তীব্র দাবদাহ, পশ্চিমবঙ্গে এগিয়ে আনা হলো স্কুল ছুটি
তীব্র দাবদাহে পুড়ছে পশ্চিমবঙ্গ। শিক্ষার্থীদের নিয়ে উদ্বেগ বেড়েছে অভিভাবকদের মধ্যে। এই পরিস্থিতিতে স্কুলে গরমের ছুটি এগিয়ে আনল রাজ্য সরকার। ২ মে থেকে গরমের ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী বলেন, এই গরমে বাচ্চারা টিফিন খায় বাইরে। যখন তারা যাতায়াত করে, অনেকের নাক দিয়ে রক্ত পর্যন্ত বের হয়। গরম তারা সহ্য করতে পারছে না। যদি অসুবিধা না থাকে, আগামী ২ মে থেকে গরমের ছুটি।
কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোকেও গরমের ছুটি দিয়ে দেওয়ার জন্য সচিবকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ছুটির কথা বেসরকারি স্কুলগুলোকেও জানাতে বলা হয়েছে। আর ১৫-২০ জুনের মধ্যে কবে স্কুল খুলবে, তা দেখতে সচিবকে নির্দেশ দেওয়া হয়।
কলাকাতায় টানা ৫৭ দিন বৃষ্টি নেই। এদিকে কাঠফাটা গরম থেকে এখনই মিলছে না মুক্তি। দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত চলবে তাপপ্রবাহ। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, মালদা ও দক্ষিণ দিনাজপুর-রাজ্যের এই ৮ জেলায় জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতা।
রাজ্য আবহাওয়া দপ্তরের দেওয়া পরিসংখ্যানে দেখা গেছে, বাঁকুড়ায় বুধবার তাপমাত্রা ছিল ৪২.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৪.৭ ডিগ্রি বেশি। পশ্চিম বর্ধমানের আসানসোলে তাপমাত্রা ছিল ৪৩.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৬.৩ ডিগ্রি বেশি। পুরুলিয়া শহরে তাপমাত্রা ছিল ৪৩.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৫.৫ ডিগ্রি বেশি; হুগলি জেলার মগরা এলাকায় তাপমাত্রা ছুঁয়েছে ৪২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৭.৩ ডিগ্রি বেশি। ঝাড়গ্রাম জেলার সদর শহরে সর্বোচ্চ তাপমাত্রা দাঁড়িয়েছে ৪২.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। আর মুর্শিদাবাদ জেলার বহরমপুরে দৈনিক তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৪২ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে ৫.৩ ডিগ্রি বেশি।
তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। শনিবার ও রোববার বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে ২-১টি জেলায়। সোমবার ভিজতে পারে কলকাতাসহ দক্ষিণবঙ্গ।
সূত্র : নিউজ১৮, আনন্দবাজার
জেডএস