মানবাধিকার পরিষদে রাশিয়ার সদস্যপদ স্থগিত, ভোট দেয়নি বাংলাদেশ
ইউক্রেন ইস্যুতে মানবাধিকার পরিষদে রাশিয়ার সদস্যপদ স্থগিত করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদে এ সংক্রান্ত একটি প্রস্তাব গৃহীত হয়। এতে ৯৩ দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। তবে ভোটদানে বিরত ছিল বাংলাদেশ।
জাতিসংঘের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
এতে বলা হয়, ইউক্রেনের যুদ্ধের ওপর একটি বিশেষ জরুরি অধিবেশন ও রুশ বাহিনীর দ্বারা সংঘটিত মানবাধিকার লঙ্ঘন রিপোর্ট অনুসরণ করে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব গৃহীত হয়েছে। যেখানে মানবাধিকার পরিষদে রাশিয়ার সদস্যপদ স্থগিতের আবেদন করা হয়েছে। উত্থাপিত রেজুলেশনে ১৯৩ সদস্যের মধ্যে প্রস্তাবের পক্ষে ভোট দেয় ৯৩টি দেশ, বিপক্ষে ভোট পড়ে ২৪টি; এবং ৫৮ দেশ ভোটদানে বিরত ছিল।
যে ৫৮ দেশ ভোটদানে বিরত ছিল তাদের মধ্যে বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ রয়েছে। প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়াদের মধ্যে ছিল চীন, ইরানসহ আরও ২২টি দেশ।
জাতিসংঘের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সপ্তাহে ইউক্রেনের শহর বুচায় ভয়ংকর সব ছবি উঠে এসেছে। রাশিয়া ওই এলাকা থেকে চলে যাওয়ার পরে রাস্তায় ও গণকবরে শত শত বেসামরিক মানুষের মরদেহ পাওয়া গেছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জাতিসংঘে এ সংক্রান্ত ভোটের আগে ইউক্রেনের রাষ্ট্রদূত সের্গি কিসলিয়েস সদস্য রাষ্ট্রগুলোকে রেজুলেশনে সমর্থন করার আহ্বান জানান।
এনআই/ওএফ