বিষ দিয়ে মারা হলো শতাধিক কুকুর
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানায় শতাধিক কুকরকে বিষ দিয়ে মেরে ফেলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করেছেন পশুপ্রেমীরা, যার তদন্ত শুরু হয়েছে।
গৌতম নামের এক পশুপ্রেমীর অভিযোগ, রাজ্যের সিদ্দিপেট জেলার থিগুল গ্রামে কুকুরদের এভাবে নিধনের ঘটনা ঘটেছে। গ্রামের প্রধান ও গ্রাম পঞ্চায়েতের সচিব পেশাদার কুকুর ধরিয়েদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তারাই গত ২৭ মার্চ কুকুরদের শরীরে ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে ওই হত্যাকাণ্ড ঘটিয়েছেন।
এরইমধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে রাস্তাজুড়ে কুকুরদের মরদেহ।
ওই পশুপ্রেমী জানিয়েছেন, প্রথমে একটি ছয় বছরের কুকুরের মৃত্যুর খবর পেয়েছিলেন তিনি। এরপরই জানতে পারেন কীভাবে অসংখ্য কুকুর বিষপ্রয়োগ করে মেরে ফেলা হয়েছে। স্থানীয় পুলিশ গ্রামের প্রশাসনের কাছে এবিষয়ে প্রশ্ন করলে সন্তোষজনক উত্তর পাওয়া যায়নি। এরপরই তারা জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করেন। তারপরই পুরো বিষয়টি নিয়ে তদন্তে নামে প্রশাসন।
‘পিপল ফর অ্যানিমেলস ইন্ডিয়া’ এই কুকুর নিধনের তীব্র নিন্দা জানিয়েছে। সেই সঙ্গে লোকজনকে এই ঘটনার বিরুদ্ধে গর্জে ওঠার আহ্বানও জানিয়েছে। পাশাপাশি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর কাছেও আরজি জানানো হয়েছে।
সূত্র : এনডিটিভি, সংবাদ প্রতিদিন
জেডএস