ইসরায়েলে ২ পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা
ইসরায়েলে বন্দুকধারীদের হামলায় দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। ইহুদি এই দেশটির একটি শহরের রাস্তায় ওই দুই পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনার পর হামলাকারী অভিযুক্ত দুই বন্দুকধারীকেও গুলি করে হত্যা করা হয়।
এদিকে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) তাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে। সোমবার (২৮ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানী তেল আবিব থেকে প্রায় ৫০ কিলোমিটার (৩০ মাইল) উত্তরে অবস্থিত হাদেরা শহরে পুলিশ কর্মকর্তাদের ওপর হওয়া ওই হামলায় অভিযুক্ত দুই হামলাকারী ইসরায়েলের আরব নাগরিক। এছাড়া আইএসের প্রতি তাদের সহানুভূতি ছিল বলেও জানিয়েছে তারা।
এদিকে হামলা চালিয়ে ইসরায়েলি দুই পুলিশ কর্মকর্তাকে হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। টুইটারে দেওয়া এক বার্তায় তিনি বলেছেন, ‘আমরা ইসরায়েলের হাদেরায় আজকের সন্ত্রাসী হামলার নিন্দা জানাই। সমাজে সহিংসতা ও হত্যার মতো বুদ্ধিহীন কাজের কোনো স্থান নেই। আমরা আমাদের ইসরায়েলি অংশীদারদের পাশে আছি এবং নিহতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা জানাচ্ছি।’
এর আগে ইসরায়েলের একটি শপিং সেন্টারে দেশটির একজন আরব নাগরিকের হামলায় চারজন ইসরায়েলি নিহত হন। এ ঘটনায় আহত হয়েছিলেন আরও বেশ কয়েকজন। ইহুদি এই দেশটির পুলিশ জানিয়েছিল, ইসরায়েলের বিরশেবা শহরে বিআইজি (বিগ) শপিং সেন্টারের বাইরে একজন হামলাকারী ছুরি নিয়ে অন্যদের ওপর হামলা করে এবং এতে তিনজন নিহত হয়।
অন্যদিকে নিহত চতুর্থ ব্যক্তিকে গাড়ি চাপা দিয়ে হত্যা করে ওই একই হামলাকারী। পরে একজন বাসচালক ওই হামলাকারীকে গুলি করে হত্যা করেন। শপিং সেন্টারে চারজনকে হত্যার পাঁচদিন পর হাদেরা শহরে দুই পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যার ঘটনা ঘটল।
ইসরায়েলি টেলিভিশন চ্যানেলগুলোতে সম্প্রচারিত নজরদারি ক্যামেরার ফুটেজে দেখা যায়, হাদেরার একটি প্রধান রাস্তায় দুই ব্যক্তি রাইফেল দিয়ে গুলি চালাচ্ছেন। পুলিশ জানিয়েছে, ইসরায়েলের আধাসামরিক সীমান্ত পুলিশের দুই সদস্য ওই হামলায় নিহত হন। হামলার সময় ওই দুই পুলিশ কর্মকর্তা কাছের একটি রেস্তোরাঁয় খাবার খাচ্ছিলেন।
ইসরায়েলি পুলিশের মুখপাত্র এলি লেভি দেশটির কান টেলিভিশনকে বলেন, ‘সৌভাগ্যক্রমে, আমাদের অফিসাররা হামলাকারীদের নিষ্ক্রিয় করতে এবং একটি বড় সন্ত্রাসী হামলা প্রতিরোধ করতে সক্ষম হয়েছেন।’
টিএম