এভারেস্ট জয়ের ভুয়া দাবি, নেপালে ২ ভারতীয় পর্বতারোহী নিষিদ্ধ
এভারেস্ট জয় নিয়ে ভুয়া দাবি ও জালিয়াতির আশ্রয় নেওয়ায় ভারতের দুই পর্বতারোহী ও তাদের দলনেতাকে ৬ বছরের জন্য নিষিদ্ধ করেছে নেপাল। ২০১৬ সালের এই ঘটনা সম্প্রতি তদন্তের মাধ্যমে বেরিয়ে আসায় অভিযুক্তদের বিরুদ্ধে বুধবার (১১ ফেব্রুয়ারি) দেশটি এই ব্যবস্থা নেয়।
অভিযুক্ত ওই দুই ভারতীয় পর্বতারোহীর নাম নরেন্দর সিং যাদব, সীমা রানি গোস্বামী এবং তাদের দলনেতা নাবা কুমার পুখন। সেসময় তারা এভারেস্ট জয় করেছিলেন বলে নেপালের পর্যটন বিভাগ থেকে সত্যায়নও করা হয়েছিল।
তবে প্রশ্ন থেকে যায়, এতোদিন পর এভারেস্ট শৃঙ্গ জয়ের নামে জালিয়াতির এই তথ্য সামনে এলো কিভাবে? বিবিসি জানিয়েছে, পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয় করায় সম্প্রতি নরেন্দর সিং যাদবকে একটি পুরস্কারের জন্য মনোনীত করা হয়। তবে এই শৃঙ্গের শিখরে আরোহণের বিষয়ে কোনো তথ্যপ্রমাণ সামনে আনতে না পারায় জালিয়াতির বিষয়টি সামনে চলে আসে। এরপরই অভিযুক্ত দুই পর্বতারোহীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় নেপাল। এর ফলে আগামী ছয় বছর এভারেস্টসহ কোনো ধরনের পর্বতে আরোহণের জন্য নেপালে প্রবেশ করতে পারবেন না তারা।
অবশ্য নেপালের এই সিদ্ধান্তের বিষয়ে নরেন্দর সিং যাদব ও সীমা রানি গোস্বামী কোনো মন্তব্য করেননি। ৮ হাজার ৮৪৮ দশমিক ৮৬ মিটার (২৯ হাজার ৩২ ফুট) উচু এই শৃঙ্গের সর্বোচ্চ শিখরে পা রাখতে পারা বিশ্বের সকল পর্বতারোহীর জন্যই স্বপ্নের মতো।
বিবিসি জানিয়েছে, গত বছর তেনজিং নরগে অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পান নরেন্দর সিং যাদব। এরপরই বিশ্বের অন্য পর্বতারোহীরা তাদের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে।
নেপালের পর্যটন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বার্তাসংস্থা এএফপি’কে বলেন, ‘তদন্তের সময় তারা দেখতে পান- অভিযুক্ত এই দুই ভারতীয় পর্বতারোহী ‘কখনোই এভারেস্টের সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারেনি’। এমনকি শৃঙ্গের শীর্ষে ওঠার কোনো বিশ্বাসযোগ্য বা তথ্যপ্রমাণও তারা দেখাতে পারেনি।’
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস’কে নেপালের পর্যটন মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা বলেন, ‘এভারেস্টের চূড়ায় ওঠার ব্যাপারে অভিযুক্ত দুই ভারতীয় পর্বতারোহী জাল নথিপত্র জমা দিয়েছিল বলে আমরা প্রমাণ পাই। এমনকি এভারেস্টের শীর্ষে আরোহণের বিষয়ে নকল ছবিও তারা সরবরাহ করেছিল। এরপরই তাদের শাস্তির আওতায় আনার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিই।’
এএফপি জানিয়েছে, অভিযুক্ত ওই দুই ভারতীয় পর্বতারোহী নরেন্দর সিং যাদব ও সীমা রানি গোস্বামীকে দেওয়া ছয় বছরের নিষেধাজ্ঞা ২০১৬ সাল থেকেই কার্যকর হয়েছে। একইসঙ্গে এভারেস্টের চূড়ায় আরোহণের বিষয়ে ইতোপূর্বে তাদেরকে দেওয়া সনদও বাতিল করা হয়েছে। পাশাপাশি তাদের জালিয়াতির সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানি এবং জালিয়াতির কাজে সহায়তাকারী শেরপাকে জরিমানাও করেছে দেশটির পর্যটন মন্ত্রণালয়।
সূত্র: বিবিসি
টিএম