লভিভে ক্ষেপণাস্ত্র হামলা, বাইডেনের জন্য বার্তা : মেয়র
ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। আর এই হামলারে উদ্দেশ্য ছিল, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে একটি বিশেষ বার্তা দেওয়া।
শনিবার ইউটিউবে সম্প্রচারিত এক ব্রিফিংয়ে লভিভের মেয়র আন্দ্রিয়ে সাদোভি এ কথা বলেছেন।
তিনি বলেন, লভিভ থেকে মাত্র ৭০ কিলোমিটার দূরেই পোল্যান্ড। মার্কিন প্রেসিডেন্ট এখন সেখানেই আছেন। লভিভে আজ যে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, এর মাধ্যমে আসলে প্রেসিডেন্ট বাইডেনকে শুভেচ্ছা পাঠানো হচ্ছে।
আন্দ্রিয়ে সাদোভি বলেন, ‘আমি মনে করি, পুরো বিশ্বের বোঝা উচিত যে এই হুমকি কতটা গুরুতর হয়ে উঠেছে।’
মেয়র জানান, ক্ষেপণাস্ত্রগুলো দুটি গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আঘাত করেছিল। যার মধ্যে ছিল লভিভের একটি তেল ডিপো। অপরটি ছিল একটি আবাসিক এলাকায় অবস্থিত সামরিক প্ল্যান্ট।
‘মূলত এই স্থাপনাগুলোকেই ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু করা হয়েছিল’, তিনি বলেছেন।
ক্ষেপণাস্ত্র হামলায় কারও মৃত্যু হয়নি। তবে পাঁচ জন আহত হয়েছেন বলেও জানান তিনি।
এমএইচএস