ফসফরাস বোমা হামলা চালিয়েছে রাশিয়া: ন্যাটোকে জেলেনস্কি
পশ্চিমা সামরিক জোট ন্যাটোর বিশেষ সম্মেলনে অনলাইনে যুক্ত হয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে ফসফরাস বোমাবর্ষণের অভিযোগ করেছেন। তিনি বলেছেন, ‘আজ সকালে রাশিয়া ফসফরাস বোমা ব্যবহার করেছে। এতে শিশুরা মরছে, লোকজন মরছে।’
তবে এই বোমা হামলা ইউক্রেনের কোথায় চালানো হয়েছে অথবা এই বোমা ব্যবহারের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। রাশিয়ার আগ্রাসনের এক মাস পূর্তির দিনে বৃহস্পতিবার ব্রাসেলসে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর নেতারা সম্মেলনে বসেছেন। সেই সম্মেলনে অংশ নিয়ে জেলেনস্কি ন্যাটোর নেতাদের প্রতি কিয়েভে সীমাহীন সামরিক সহায়তা দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, ‘আমাদের লোকজন, আমাদের শহরগুলো রক্ষার জন্য বাধাহীনভাবে ইউক্রেনে সামরিক সহায়তা দরকার। যেভাবে রাশিয়া আমাদের বিরুদ্ধে সীমাহীনভাবে তার সম্পূর্ণ অস্ত্রভাণ্ডার ব্যবহার করছে।’
এখন পর্যন্ত ইউক্রেনকে দেওয়া প্রতিরক্ষামূলক সামরিক সরঞ্জামের সহায়তা দেওয়ার জন্য পশ্চিমা সামরিক জোটকে ধন্যবাদ জানিয়েছেন জেলেনস্কি। একই সঙ্গে আরও প্রতিরক্ষামূলক অস্ত্র সরবরাহ করার জন্য ন্যাটোর প্রতি আহ্বান জানিয়েছেন।
ইউক্রেনের এই প্রেসিডেন্ট বলেছেন, ‘আপনাদের সব বিমানের এক শতাংশ আমাদের দিতে পারেন। আপনাদের ট্যাংকের এক শতাংশ। এক শতাংশ!’
ফসফরাস বোমার মাধ্যমে এক ধরনের রাসায়নিক পাউডার ছড়িয়ে দেওয়া হয়, যা অক্সিজেনের সংস্পর্শে জ্বলে ওঠে এবং ভয়াবহভাবে পুড়িয়ে দেয়। জেলেনস্কি বলেন, ‘আজ সকালে ফসফরাস বোমা ব্যবহার করা হয়েছে। রাশিয়ান ফসফরাস বোমা। বয়স্করা আবারও মারা যাচ্ছে। শিশুরা আবারও মারা যাচ্ছে।’
তিনি বলেন, ‘জোট আরও একবার প্রয়োজনীয় সব ধরনের অস্ত্র সরবরাহের মাধ্যমে রাশিয়ান আক্রমণ, রাশিয়ান দখলদারিত্ব থেকে ইউক্রেনীয়দের মৃত্যু ঠেকাতে পারে।’
সূত্র: রয়টার্স, বিবিসি।
এসএস