মদ বিক্রিতে রেকর্ড পশ্চিমবঙ্গের
আয়ের পথ হিসেবে ভারতের পশ্চিমবঙ্গ সরকারের বড় ভরসা মদের ওপর আবগারি শুল্ক। এবার সেই শুল্কের পরিমাণ দারুণ চমক সৃষ্টি করেছে। দোল পূর্ণিমার আগে-পরে মাত্র চার দিনে রাজ্যে ২০০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। মদ বিক্রিতে যা রেকর্ড। মাত্র ৪ দিনে এর আগে এত টাকার মদ কখনো বিক্রি হয়নি পশ্চিমবঙ্গে।
গত ১৭ থেকে ২০ মার্চ পশ্চিমবঙ্গে ২০০ কোটি টাকা, অর্থাৎ গড়ে প্রতিদিন ৫০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। সর্বোচ্চ বিক্রি হয়েছে ১৭ মার্চ। সেদিন ৭০ কোটির বেশি টাকার মদ বিক্রি হয়েছে।
দোলের আগের দিন, অর্থাৎ ১৭ মার্চ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় মদের দোকানের বাইরে লম্বা লাইন দেখা গিয়েছিল। সেদিনের সেই লম্বা লাইনই সরকারের কোষাগারে এনে দিয়েছে ৭০ কোটি টাকারও বেশি।
মদ বিক্রিতে পশ্চিমবঙ্গের এমন রেকর্ডে সন্তুষ্ট আবগারি দফতর। আশানুরূপ মদ বিক্রি হয়েছে বলেই জানাচ্ছেন আবগারি দফতরের কর্মকর্তারা।
এইচকে