রুশ হামলায় খারকিভে নিহত অন্তত ৫০০
ইউক্রেনে রুশ অভিযানের শুরু থেকে এ পর্যন্ত দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে অন্তত ৫০০ বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে। শহরটির জরুরি সেবা বিভাগের কর্মকর্তারা বিবিসিকে এ তথ্য জানিয়েছেন।
সর্বশেষ বুধবার খারকিভের নেমিয়াশলিনস্ক জেলায় একটি বহুতল ভবনে রুশ বাহিনীর ছোড়া গোলার আঘাতে দুই জন বেসামরিক ব্যক্তি মারা গেছেন বলে নিশ্চিত করেছেন জরুরি সেবা বিভাগ।
তবে তাদের এই দাবি যথাযথ কিনা তা যাচাই করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করেছে বিবিসি।
পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোকে ঘিরে দ্বন্দ্বের জেরে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রুশ বাহিনী। অভিযানের তৃতীয় দিন, ২৭ ফেব্রুয়ারি খারকিভে প্রবেশ করে রুশ সেনারা।
সাবেক সোভিয়েত আমলে ইউক্রেনের রাজধানী ছিল খারকিভ। কেবল আয়তনই নয়, বরং বাণিজ্যিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও রাজধানী কিয়েভের পরেই অবস্থান ইউক্রেনের পূর্বাঞ্চলীয় এই শহরটির।
সূত্র: বিবিসি
এসএমডব্লিউ