৫ বছরের মধ্যে রুশ জ্বালানি নির্ভরতার অবসান চায় ইউরোপ
রাশিয়ার জ্বালানি সম্পদের ওপর যে নির্ভরশীলতা, তা থেকে আগামী ২০২৭ সালের মধ্যে বেরিয়ে আসতে চায় ইউরোপ। এই বিষয়ক একটি পরিকল্পনা ইতোমধ্যে ইউরোপের নেতাদের কাছে পেশ করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন।
ফ্রান্সের ভার্সাই শহরে ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের বৈঠক হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর সেই বৈঠকে এই পরিকল্পনা বিষয়ক বিভিন্ন স্লাইড প্রদর্শিত হয়েছে বলে এক টুইটবার্তায় জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট।
শুকবার বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয় এই তথ্য। তবে কী সেই পরিকল্পনা- তা বিবিসির প্রতিবেদন বা ভন ডার লেনের টুইট— কোথাও বিস্তারিত উল্লেখ করা হয়নি।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। সেই অভিযানের নিন্দা ও ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়ে রাশিয়ার বিরুদ্ধে একের পর এক অর্থনৈতিক ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপ।
এর ধারাবাহিকতায় সর্বশেষ রাশিয়ার তেল-গ্যাস ও কয়লা আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র; কিন্তু ইউরোপের একাধিক দেশ ইতোমধ্যে জানিয়েছে, যুক্তরাষ্ট্রকে অনুসরণ করে এ ধরনের পদক্ষেপ নেওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই।
রাশিয়ার জ্বালানি সম্পদের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল ইউরোপীয় দেশসমূহ। এই মহাদেশের মোট জ্বালানি চাহিদার ৪০ ভাগ যোগান আসে রাশিয়া থেকে।
আরএইচ/ এসএমডব্লিউ