পুতিনকে যুদ্ধ থামাতে বলল রাশিয়ার বৃহত্তম তেল কোম্পানি
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে অবিলম্বে যুদ্ধ থামানোর আহ্বান জানিয়েছে দেশটির দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী কোম্পানি ‘লুকঅয়েল’। বিশ্বের মোট উৎপাদিত অশোধিত তেলের প্রায় ২ শতাংশ উৎপাদন করে এই কোম্পানিটি।
যুদ্ধ থামাতে এক বিবৃতিতে কোম্পানিটি বলেছে, যুদ্ধে ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমরা আন্তরিক সহানুভূতি প্রকাশ করছি। আমরা চাই অবিলম্বে যুদ্ধ বন্ধ হোক এবং আলোচনা মাধ্যমে সমস্যার সমাধান হোক।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতির ফলে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক ব্যবসায়ীরা রাশিয়ার অশোধিত তেল কেনা বন্ধ রেখেছেন। ফলে লুকঅয়েলকে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। লন্ডনে এই সংস্থার শেয়ার দর পড়েছে প্রায় ৯৯ শতাংশ। গত বৃহস্পতিবার থেকে কোম্পানির শেয়ারের ওপর সমস্ত লেনদেন বাতিল করে দেওয়া হয়েছে।
শুধু লন্ডন নয় আমেরিকাতেও ব্যবসা চালাতে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে লুকঅয়েলকে। নিউ ইয়র্ক, নিউ জার্সি, পেনিসিলভেনিয়া জুড়ে ২০০টির বেশি পেট্রল পাম্প রয়েছে সংস্থার। কিন্তু সেখানকার বাসিন্দারা সংস্থাটিকে বয়কট করেছে।
সম্প্রতি মিকাইল ফ্রিডম্যান ও ওলেগ দেরিপাস্কা নামের রাশিয়ার আরো দুই ধনকুবের যুদ্ধ থামানোর আহ্বান জানিয়েছেন।
এইচকে