আশঙ্কা ইলন মাস্কের
ইউক্রেনে রুশ টার্গেটে স্টারলিঙ্ক স্যাটেলাইট ব্রডব্যান্ড ইন্টারনেট
মহাকাশ থেকে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিঙ্ক স্যাটেলাইট ব্রডব্যান্ড সার্ভিস ইউক্রেনে রাশিয়ার হামলার মুখে পড়তে পারে বলে সতর্ক করে দিয়েছেন ইলন মাস্ক।
ইউক্রেনের কিছু কিছু অঞ্চলে ইন্টারনেট সংযোগ পাওয়া যাচ্ছে না বলে খবর রয়েছে।
স্টারলিঙ্ক ইন্টারনেট ব্যবহারের জন্য যে অ্যান্টেনা প্রয়োজন হয় সে অ্যান্টেটা কোনোকিচুর আড়ালে রাখার পরামর্শ দেন। একইসঙ্গে তিনি এ পরামর্শও দিয়েছেন যে, খুব প্রয়োজন না হলে কেউ যেন এ ইন্টারনেট ব্যবহার না করেন আর করলেও অ্যান্টেটা যতটা সম্ভব দূরে রাখতে হবে।
ইন্টারনেট নিরাপত্তা সংক্রান্ত একজন গবেষক কয়েকদিন আগেই সতর্ক করে দিয়েছিলেন যে, যেসব ডিভাইস স্যাটেলাইট সিগন্যাল গ্রহণ করে সেগুলো রাশিয়ার বিমানহামলার লক্ষ্য হতে পারে।
এনএফ