আফগানিস্তানে বিস্ফোরণ, ঝরল ১৫ শিশুর প্রাণ
সংঘাতকবলিত আফগানিস্তানের গজনি প্রদেশে এক বিস্ফোরণে ১৫ শিশুর প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন আরও ২০ জন। পুলিশ ও দেশটির সরকারি কর্মকর্তাদের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।
শিশুরা অবিস্ফোরিত একটি বস্তু কুড়িয়ে পাওয়ার পর তা বিক্রি করতে গেলে আচমকা তা বিস্ফোরিত হয়
বিবিসি লিখেছে, গজনি প্রদেশের গিলান জেলায় এক ধর্মীয় অনুষ্ঠান চলাকালে ওই বিস্ফোরণের কারণ এখনও অস্পষ্ট থাকলেও কর্মকর্তারা বলছেন, বিস্ফোরকভর্তি একটি রিকশা বিস্ফোরিত হলে এই হতাহতের ঘটনা ঘটে।
তবে স্থানীয়রা বলছেন, শিশুরা অবিস্ফোরিত একটি বস্তু কুড়িয়ে পাওয়ার পর তা বিক্রি করতে গিয়ে আচমকা তা বিস্ফোরিত হলে এসব শিশুর মৃত্যু হয়। তালেবান জঙ্গিরা অবশ্য দাবি করছে, ওই বিস্ফোরণটি ছিল দুর্ঘটনা।
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে
গজনি প্রদেশের গভর্নরের মুখপাত্র ওয়াহিদুল্লাহ জুমাজাদা
তালেবান নিয়ন্ত্রিত গজনি প্রদেশের গভর্নরের মুখপাত্র ওয়াহিদুল্লাহ জুমাজাদা বলছেন, মোটরচালিত একটি রিকশা নিয়ে এক ব্যক্তি গ্রামে ঢোকার পর শিশুরা তা ঘিরে ধরে। এর পরপরই ওই বিস্ফোরণটি ঘটে সেখানে।
মার্কিন সংবাদ সংস্থা এপিকে তিনি বলেছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী এই হামলার জন্য তালেবানকে দায়ী করেছেন দেশটির পুলিশের মুখপাত্র আহমাদ খান।
কাবুল সরকার ও তালেবানের মধ্যে শান্তি আলোচনা শুরু হলেও সহিংসতার মাত্রা রয়েছে আগের মতোই
তবে বিস্ফোরণে ১২ শিশু নিহত হয়েছে বলে দাবি করে তালেবান মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ বলেছেন, শিশুরা অবিস্ফোরিত ওই বস্তুটি কুড়িয়ে নেয়ার পর বিক্রির জন্য নিয়ে গেলে তা বিস্ফোরিত হয়।
আফগানিস্তানে ক্ষমতার দখল নিয়ে দীর্ঘদিন ধরে লড়াইরত দুই পক্ষের মধ্যে চলমান সংঘাত নিরসনে কাবুল সরকার ও তালেবানের মধ্যে শান্তি আলোচনা শুরু হলেও সহিংসতার মাত্রা রয়েছে আগের মতোই।
এএস