ইংলিশ চ্যানেলে রাশিয়ার পণ্যবাহী জাহাজ জব্দ করেছে ফ্রান্স

ইউক্রেনে মস্কোর আগ্রাসনের জবাবে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আরোপিত নিষেধাজ্ঞার আওতায় ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার সময় রুশ একটি কোম্পানির পণ্যবাহী জাহাজ জব্দ করেছে ফ্রান্স। শনিবার ফ্রান্সের সমুদ্রপুলিশ ওই জাহাজ জব্দ করেছে বলে দেশটির সরকারি একজন কর্মকর্তা জানিয়েছেন।
ফ্রান্সের সমুদ্র পুলিশের ক্যাপ্টেন ভেরোনিক ম্যাগনিন বলেছেন, রাশিয়ার সেন্ট পিটার্সবার্গগামী ওই জাহাজ গাড়ি পরিবহন করছিল। ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার যেসব কোম্পানি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে, সেসব কোম্পানির সঙ্গে জাহাজটি যুক্ত বলে দৃঢ়ভাবে সন্দেহ করা হচ্ছে।
তিনি বলেছেন, শনিবার স্থানীয় সময় রাত ৩টা থেকে ৪টার মধ্যে ফ্রান্সের উত্তরাঞ্চলের বোউলোগনে-সার-মের বন্দরের দিকে গতিপথ বদলে দেওয়া হয়। পরে কাস্টমসের কর্মকর্তারা জাহাজটিতে তল্লাশি চালিয়েছেন এবং জাহাজের ক্রুরা সহযোগিতা করেছেন।
এদিকে, ফ্রান্সে নিযুক্ত রুশ দূতাবাস জাহাজ জব্দের ঘটনায় প্যারিসের কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা দাবি করেছে বলে রাশিয়ার সরকারি সংবাদসংস্থা আরআইএ দূতাবাসের বরাত দিয়ে জানিয়েছে।
ফ্রান্সের সংবাদপত্র লা ভইক্স ডু নর্ড ইংলিশ চ্যানেলে ওই জাহাজ জব্দের ঘটনা নিয়ে প্রথম সংবাদ প্রকাশ করে। সংবাদপত্রটি বলেছে, সামুদ্রিক যান চলাচলের তথ্য রাখা ওয়েবসাইট মেরিনইট্রাফিক ডটকমের তথ্য অনুযায়ী, জাহাজটি রুশ কোম্পানি বাল্টিক লিডারের এবং এটি রাশিয়ার পতাকাবাহী ছিল।
ম্যাগনিন বলেছেন, জাহাজটির মালিক একজন রুশ ব্যবসায়ী। তিনি ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার তালিকায় আছেন।
এর আগে, শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো ইউরোপে থাকা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সম্পত্তি জব্দের সিদ্ধান্ত নেয়। ইউক্রেনে আগ্রাসনের জবাবে তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইইউ। চলতি মাসের শুরুর দিকে রাশিয়ার কিছু নাগরিকের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করেঠিল ইউরোপীয় ইউনিয়ন।
এসএস