ওমিক্রন পরিস্থিতিতে করণীয় নিয়ে সিদ্ধান্ত সন্ধ্যায়
করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন মোকাবিলায় দেশের সার্বিক পরিস্থিতি ও করণীয় নির্ধারণে আন্তঃমন্ত্রণালয়ের জরুরি বৈঠক ডাকা হয়েছে। আজ (সোমবার) সন্ধ্যায় অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈঠকে ওমিক্রন রোধে বাংলাদেশের করণীয় কী হবে, সে বিষয়ে সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে।
সোমবার (৩ জানুয়ারি) দুপুরে ঢাকা পোস্টকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম।
তিনি বলেন, সন্ধ্যা ছয়টায় দেশে ওমিক্রন পরিস্থিতি প্রসঙ্গে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক ডেকেছেন ক্যাবিনেট সেক্রেটারি। ওমিক্রন নিয়ে আমাদের পরবর্তী পদক্ষেপ কী হবে, সেটি হয়তো বৈঠকের পর জানা যাবে। ওখানে আমাদেরকে তথ্য-উপাত্ত নিয়ে হাজির থাকতে বলা হয়েছে। বৈঠকে আমরা বাংলাদেশে ওমিক্রনের সার্বিক পরিস্থিতি তুলে ধরব। তারপর সিদ্ধান্ত হবে নতুন কী করণীয় আসবে।
টিআই/এইচকে