টিকার নিবন্ধন ছাড়ল ৭ কোটি ৪৩ লাখ ৯১ হাজার
করোনাভাইরাসের সংক্রমণ রোধে টিকা নিবন্ধনকারীর সংখ্যা ৭ কোটি ৪৩ লাখ ৯১ হাজার ৬৭৫ জন ছাড়িয়েছে। তাদের মধ্যে এখন পর্যন্ত প্রথম ডোজ টিকার আওতায় এসেছেন ৬ কোটি ৫৬ লাখ ১৮ হাজার ৮৯৪ জন। তবে, নিবন্ধন করেও এখনও টিকার বাইরে রয়েছেন ৮৭ লাখ ৭২ হাজার ৭৮১ জন।
বুধবার (৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত টিকা বিষয়ক বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে।
সূত্রে জানা গেছে, টিকা পেতে সারাদেশে এখন পর্যন্ত নিবন্ধনকারীদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মাধ্যমে ৭ কোটি ৩০ লাখ ৩৫ হাজার ৩০০ জন, পাসপোর্টের মাধ্যমে ১০ লাখ ৮৭ হাজার ৮৪০ জন এবং জন্ম নিবন্ধনের মাধ্যমে ২ লাখ ৬৮ হাজার ৫৩৫ জন নিবন্ধন করেছেন।
এদিকে, দেশে এখন পর্যন্ত ৬ কোটি ৫৬ লাখ ১৮ হাজার ৮৯৪ জনকে করোনা প্রতিরোধক টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩ কোটি ৯৬ লাখ ৫৮ হাজার ৯৩২ জন।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, সারাদেশে মঙ্গলবার (৭ ডিসেম্বর) ১৪ লাখ ৭৩ হাজার ৩৩ ডোজ টিকা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ১০ লাখ ১০ হাজার ৮৩ শিক্ষার্থী টিকার প্রথম ডোজ পেয়েছেন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৭২ জন শিক্ষার্থী।
তাদের দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার টিকা।
প্রসঙ্গত, গত ১ নভেম্বর রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের মাধ্যমে দেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়।
টিআই/এমএইচএস