করোনা সংক্রমণ কমায় সাধারণ রোগীদের জন্য উন্মুক্ত আইসিইউ
করোনা সংক্রমণ কমে আসায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কেবিন ব্লকের ‘কোভিড আইসিইউ’ সাধারণ রোগীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
রোববার (২৮ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনাভাইরাসের সংক্রমণ অনেকটা কমে আসার কারণে সাধারণ রোগীর কথা চিন্তা করে বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এ সিদ্ধান্ত নিয়েছেন। সকালে তিনি কেবিন ব্লকের আইসিইউ পরিদর্শন করেন ও সাধারণ রোগীদের জন্য আইসিইউটি চালু করেন।
প্রশান্ত কুমার বলেন, উপাচার্যের নির্দেশনা অনুযায়ী ইতোমধ্যে সেখানে নন কোভিড রোগীদের ভর্তি শুরু হয়েছে। তবে করোনা রোগীদের জন্যও আইসিইউ সুযোগ সুবিধা সম্বলিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কোভিড ফিল্ড হাসপাতাল চালু রয়েছে।
নন কোভিড রোগীদের জন্য কেবিন ব্লকের আইসিইউ উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, মেডিকেল টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বণিক, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার ডা. নজরুল ইসলাম খান, অ্যানেসথেসিয়া, অ্যানালজেসিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবাশিস বণিক, অধ্যাপক ডা. একে কামরুল হুদা, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. মো. ফারুক হোসেন, সহকারী পরিচালক ডা. পবিত্র কুমার দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বছরের ৪ জুলাই কেবিন ব্লকে করোনা ইউনিট চালুর দিন থেকে কেবিন ব্লকের আইসিইউ ইউনিটটি করোনা রোগীদের চিকিৎসাসেবা প্রদানের জন্য ব্যবহৃত হয়ে আসছিল।
টিআই/এসকেডি