মন্ত্রী-এমপিরা টিকা নেবেন ৭ ফেব্রুয়ারি: স্বাস্থ্যমন্ত্রী

প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে টিকা প্রয়োগ কার্যক্রম শুরু হয়েছে। ভার্চুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ৫ জনকে দিয়ে টিকা কার্যক্রমের উদ্বোধন হয়েছে। মন্ত্রী-এমপিসহ উচ্চ পর্যায়ের ব্যক্তিরা ৭ ফেব্রুয়ারি (রোববার) টিকা নেবেন।
বুধবার (২৭ জানুয়ারি) টিকা প্রয়োগ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিভিন্ন মন্ত্রী-এমপিরা আমার সঙ্গে যোগাযোগ করছেন। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারাও টিকা নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করছেন। আগামী ৭ ফেব্রুয়ারি দেশব্যাপী টিকা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তারা টিকা নেবেন।
তিনি বলেন, আজ টিকা নেওয়া পাঁচজন স্বাভাবিক আছেন। কারো কোনো পার্শপ্রতিক্রিয়া নেই। এছাড়া আরও ২৫ জনকে টিকা দেওয়া হচ্ছে। আগামীকাল ৫টি হাসপাতালে আরও ৫শ জনকে ভ্যাকসিন দেওয়া হবে। ৭ ফেব্রুয়ারি থেকে সারাদেশে দেওয়া হবে।
মন্ত্রী আরও বলেন, সারাদেশে টিকা বিতরণ কার্যক্রমে ৪২ হাজার কর্মী কাজ করবেন। উপজেলা, জেলা ও মেডিকেল কলেজে ভ্যাকসিন দেওয়া হবে। কোনো প্বার্শপ্রতিক্রিয়া দেখা গেলে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হবে। দেশজুড়ে সবকেন্দ্র টিকাদানে পুরোপুরি প্রস্তুতি। জুন মাস পর্যন্ত সাড়ে ৫ কোটি মানুষকে টিকার আওতায় নিয়ে আসা হবে।
অক্সফোর্ডের টিকা পৃথিবী সেরা
টিকাদান উদ্বোধন অনুষ্ঠানে জাহিদ মালেক বলেন, যতগুলো টিকা পৃথিবীতে দেওয়া হচ্ছে, তার মধ্যে অক্সফোর্ডের এই টিকা সবচেয়ে ভাল। এর তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
সমালোচনাকারীদের আগে টিকা দেওয়া হবে জানিয়ে মন্ত্রী আরও বলেন, অনেকেই সন্দেহ পোষণ করেছেন, বিরূপ সমালোচনা করেছেন, তাদেরকেও ভ্যাকসিন দেওয়া হবে, তারপর আমরা নেব।
টিআই/জেডএস