একদিনে মমেকে ৪৮ চিকিৎসককে পদায়ন
জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে একদিনে ৪৮ চিকিৎসককে পদায়ন করা হয়েছে। একইসঙ্গে আগামী ১৬ জুলাইয়ের মধ্যে তাদের পদায়ন করা কর্মস্থলে যােগদান করতে বলা হয়েছে। অন্যথায় ১৭ জুলাই পূর্বাহ্ণে তারা বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য হবেন বলেও জানানো হয়।
মঙ্গলবার (১৩ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, কোভিড-১৯ অতিমারি সুষ্ঠুভাবে মােকাবিলা এবং জনসেবা নিশ্চিত করার লক্ষে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সংযুক্তিতে পদায়ন করা হলাে।
ক্রমিক, নাম, কোড ও বর্তমান কর্মস্থল
১. ডা. মাে. সাখাওয়াত হােসেন (১১৩৬৫৪), কিউরেটর (এনাটমি), ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ।
২. ডা. পারভীন বেগম (১১১৮৮২), প্রভাষক (এনাটমি), ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ।
৩. ডা. আব্দুল আলীম জুয়েল (১২৩২২৬), প্রভাষক (এনাটমি), ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ।
৪. ডা. শামীমা ইসলাম (১৩১৪০৯), প্রভাষক (এনাটমি), ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ।
৫. ডা. নুরেজা ইসলাম (১১৩৬৯৩), প্রভাষক (এনাটমি), ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ।
৬. ডা. শাহ্ মাে. আতিকুল হক (১৩৩১৭৪), প্রভাষক (এনাটমি), ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ।
৭. ডা. মাে. আরিফ (১৩১২২০), প্রভাষক (এনাটমি), ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ।
৮. ডা. ধুবজিৎ দেবনাথ (১৩৭৪৮৩), প্রভাষক (এনাটমি), ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ।
৯. ডা. হুমাইয়া ফারজিন (১৩৯৬৩৭), প্রভাষক (এনাটমি), ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ।
১০. ডা. মুনতাসির আহমেদ (১১১৩৩৭), প্রভাষক (এনাটমি), ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ।
১১. ডা. মােঃ নাজমুল হুদা (১৩০১৭৬), মেডিকেল অফিসার (ফিজিওলজি), ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ।
১২. ডা. শিল্পী রানী রায় (১২৩০১১), প্রভাষক (ফার্মাকোলজি), ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ।
১৩. ডা. অভিজিৎ কুমার সিংহ (১২৬৫৬২), প্রভাষক (ফার্মাকোলজি), ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ।
১৪. ডা. মাহমুদা আক্তার (১৩০৬১১), প্রভাষক (ফার্মাকোলজি), ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ।
১৫. ডা. মাহমুদা খান মিষ্টি (১৩৩৬৪৭), প্রভাষক (ফার্মাকোলজি), ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ।
১৬. ডা. ফারিয়া তালুকদার (১২৬৩৩৩), মেডিকেল অফিসার (ফার্মাকোলজি), ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ।
১৭. ডা. হাসিনা আক্তার (১২৪৬৬৬), প্রভাষক (ফার্মাকোলজি), ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ।
১৮. ডা. ফারহানা শারমিন (১২৮৩২৭), প্রভাষক (কমিউনিটি মেডিসিন), ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ।
১৯. ডা. রুমানা আফরােজ (১৩১৯২২), প্রভাষক (কমিউনিটি মেডিসিন), ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ।
২০. ডা. শারমীন জাহান (১২৬২৬৭), মেডিকেল অফিসার (কমিউনিটি মেডিসিন), ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ।
২১. ডা. মাে. ইমরুল হাসান (৪২৭৬০), সহকারী অধ্যাপক (মেডিসিন), ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ।
২২. ডা. মুহাম্মদ মিজানুর রহমান (১১১২৬৯), সহকারী অধ্যাপক (মেডিসিন), ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ।
২৩. ডা. মােহাম্মদ এমদাদ উল্লাহ খান (১১১৭৯৪), সহকারী অধ্যাপক (মেডিসিন), ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ।
২৪. ডা. মােহাম্মদ আব্দুর রৌফ (১১২১১০), সহকারী অধ্যাপক (মেডিসিন), ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ।
২৫. ডা. ত্রিদ্বীপ কান্তি বর্মন (১১২৪০৩), সহকারী অধ্যাপক (মেডিসিন), ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ।
২৬. ডা. ফয়সাল আহমেদ (১১১৮৪৪), সহকারী অধ্যাপক (মেডিসিন), ওএসডি, স্বাস্থ্য অধিদফতর, মহাখালী, ঢাকা।সংযুক্ত : ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ।
২৭. ডা. মােহাম্মদ আরিফুল ইসলাম (১১৩৮২৯), সহকারী অধ্যাপক (মেডিসিন), ওএসডি, স্বাস্থ্য অধিদফতর, মহাখালী, ঢাকা। সংযুক্ত : ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ।
২৮. ডা. মােহাম্মদ শহিদুল্লাহ (১১২৯২৩), সহকারী অধ্যাপক (মেডিসিন), ওএসড়ি, স্বাস্থ্য অধিদফতর, মহাখালী, ঢাকা। সংযুক্ত : ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ।
২৯. ডা. শাহ মােহাম্মদ আশরাফুজ্জামান (১১২৯৩৭), সহকারী অধ্যাপক (মেডিসিন), ওএসডি, স্বাস্থ্য অধিদফতর, মহাখালী, ঢাকা। সংযুক্ত : ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ।
৩০. ডা. মাে. আনিছুর রহমান (১০৯৯৩৬), সহকারী অধ্যাপক (রেসপিরেটরি মেডিসিন), ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ।
৩১. ডা. মাে. দেলােয়ার জাহান খান (১২৪২২৮), সহকারী অধ্যাপক (রেসপিরেটরি মেডিসিন), ওএসডি, স্বাস্থ্য অধিদফতর, মহাখালী, ঢাকা। সংযুক্ত : ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ।
৩২. ডা. মােহাম্মদ রেজাউল করিম তালুকদার (১১২৯২৬), সহকারী অধ্যাপক (নিউরােলজি), ওএসডি, স্বাস্থ্য অধিদফতর, মহাখালী, ঢাকা। সংযুক্ত : ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ।
৩৩. ডা. মােহাম্মদ শফিকুল ইসলাম (১১৪৪৭৫), সহকারী অধ্যাপক (নিউরােলজি), ওএসডি, স্বাস্থ্য অধিদফতর, মহাখালী, ঢাকা। সংযুক্ত : ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ।
৩৪. ডা : মুহাম্মদ ওয়াহিদুর রহমান (১০১১৭০৮), সহকারী অধ্যাপক (নিউরােলজি), ওএসডি, স্বাস্থ্য অধিদফতর, মহাখালী, ঢাকা। সংযুক্ত : ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ।
৩৫. ডা. উত্তম কুমার দাস (১১৪৫৯১), সহকারী অধ্যাপক (নিউরােলজি), ওএসডি, স্বাস্থ্য অধিদফতর, মহাখালী, ঢাকা। সংযুক্ত : ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ।
৩৬. ডা. এস এম জোবায়দুল আলম ভূইয়া (১২৬৪২১), সহকারী অধ্যাপক (নিউরােলজি) (চ. দা), ওএসডি, স্বাস্থ্য অধিদফতর, মহাখালী, ঢাকা। সংযুক্ত : ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ।
৩৭. ডা. সমীর কুমার দাশ (১০৯৭৯৯), সহকারী অধ্যাপক (নেফ্রোলজি), ওএসডি, স্বাস্থ্য অধিদফতর, মহাখালী, ঢাকা। সংযুক্ত : ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ।
৩৮. ডা. মােহাম্মদ ওমর ফারুক মিয়া (১১৪৪৯৩), সহকারী অধ্যাপক (নেফ্রোলজি), ওএসডি, স্বাস্থ্য অধিদফতর, মহাখালী, ঢাকা। সংযুক্ত : ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ।
৩৯. ডা. মােহাম্মদ আসাদুজ্জামান (১১০১০৯), সহকারী অধ্যাপক (নেফ্রোলজি), ওএসডি, স্বাস্থ্য অধিদফতর, মহাখালী, ঢাকা। সংযুক্ত : ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ।
৪০. ডা. মােহাম্মদ রিয়াজুল করিম (১১১০৯৩), সহকারী অধ্যাপক (গ্যাস্ট্রোএন্টারােলজি), ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ।
৪১. ডা. মাে. সহিদুর রহমান (১০৯৯০৪), সহকারী অধ্যাপক (গ্যাস্ট্রোএন্টারােলজি), ওএসডি, স্বাস্থ্য অধিদফতর, মহাখালী, ঢাকা। সংযুক্ত : ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ।
৪২. ডা. মাে. সাইফুল মালেক (১০১০৭২৮), সহকারী অধ্যাপক (গ্যাস্ট্রোএন্টারােলজি), ওএসডি, স্বাস্থ্য অধিদফতর, মহাখালী, ঢাকা। সংযুক্ত : ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ।
৪৩. ডা. মােহাম্মদ শফিকুল ইসলাম (৪৩৬৪৯), সহকারী অধ্যাপক (কার্ডিওলজি), ওএসড়ি, স্বাস্থ্য অধিদফতর, মহাখালী, ঢাকা। সংযুক্ত : ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ।
৪৪. ডা. মাে. কামরুল হাছান (১১১৩৮৩), সহকারী অধ্যাপক (কার্ডিওলজি), ওএসডি, স্বাস্থ্য অধিদফতর, মহাখালী, ঢাকা। সংযুক্ত : ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ।
৪৫. ডা. মােহাম্মদ শফিকুর রহমান (১১২৮৮৫), সহকারী অধ্যাপক (কার্ডিওলজি), ওএসডি, স্বাস্থ্য অধিদফতর, মহাখালী, ঢাকা। সংযুক্ত : ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ।
৪৬. ডা. এস.এম. শরিফ উদ্দিন পাঠান (১১১১৫০), সহকারী অধ্যাপক (কার্ডিওলজি), ওএসডি, স্বাস্থ্য অধিদফতর, মহাখালী, ঢাকা। সংযুক্ত : ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ।
৪৭. ডা. নূরে আলম সিদ্দিকী (১১২৬৮৮), সহকারী অধ্যাপক (কার্ডিওলজি), ওএসডি, স্বাস্থ্য অধিদফতর, মহাখালী, ঢাকা। সংযুক্ত : ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ।
৪৮. ডা. মাহমুদ হােসেন (১১২৩৫৩), সহকারী অধ্যাপক (কার্ডিওলজি), ওএসডি, স্বাস্থ্য অধিদফতর, মহাখালী, ঢাকা।সংযুক্ত : ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ।
প্রজ্ঞাপনে বলা হয়, বর্ণিত চিকিৎসকরা স্ব-স্ব প্রতিষ্ঠান প্রধানের নিকট যােগদানপত্র দাখিল করবেন এবং প্রতিষ্ঠান প্রধানগণ যােগদানপত্র স্বাস্থ্যসেবা বিভাগের পার-১ শাখার ই-মেইল ([email protected]) এ আবশ্যিকভাবে প্রেরণ করবেন। এছাড়াও চিকিৎসকরা পূর্ববর্তী কর্মস্থল (মূল কর্মস্থল) থেকে বেতন ভাতাদি উত্তোলন করবেন। তবে তাদের এইচআরআইএসের মাধ্যমে মুভ ইন/মুভ আউটের প্রয়ােজন নেই।
টিআই/এসকেডি